দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৪৬,২৫৩ জন। মৃত্যু হয়েছে ৫১৪ জনের। দেশের মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ পার করেছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে দেশে সাড়ে পাঁচ লক্ষের নিচে। যা বেশ আশাব্যঞ্জক। ৭৬.৫৬ লক্ষ মানুষ সুস্থ হয়েছেন। সব রাজ্যকে ছাপিয়ে সংক্রমণে শীর্ষে এখন কেরালা।
এই নিয়ে টানা দশদিন ৫০ হাজারের নিচে থাকল দেশের দৈনিক সংক্রমণের পরিসংখ্যান। তবে গতকাল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৮,৩১০ জন। সেটা আজ আবার বেড়ে হয়েছে ৪৬,২৫৩। যা কিছুটা চিন্তার। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫১৪ জনের। মৃতের মোট সংখ্যা বেড়ে হল ১,২৩,৬১১। দিল্লিতে আচমকা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উত্তর ভারতে বিশেষ করে দিল্লিতে ঠান্ডা আবহাওয়ার জেরে গত ২৪ ঘণ্টায় ৬,৭২৫ জন সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুন এই প্রথম! অক্টোবরে এক লাফে কমল করোনা প্রকোপ
পরিসংখ্যান অনুসারে দেশের মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে তালিকার শীর্ষে মহারাষ্ট্র। কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণের হার গত কয়েকদিনে কিছুটা কম। তবে উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালার দৈনিক সংখ্যা। করোনা আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা ও ব্রাজিল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন