জম্মু ও কাশ্মীরের কুলগামে পাঁচ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ পর্যন্ত অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে সেনাবাহিনী। সেনারা লস্কর-ই-তৈয়বার পাঁচ জঙ্গিকে হত্যা করেছে সেনাবাহিনী। শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের দ্বিতীয় দিনে আসে এই সাফল্য।
জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জঙ্গি নিহত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর মৃত সকলেই লস্কর-ই-তৈয়বার সক্রিয় সদস্য। কুলগামের সামনু গ্রামে টানা দ্বিতীয় দিনের মত জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
জঙ্গিদের খোঁজে পুলিশ এবং সিআরপিএফ অভিযান তল্লাশি অভিযান চালাচ্ছে। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই শুরু হয় অভিযান। গতকাল গভীর রাতে গোলাগুলি বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল হতেই ফের গোলাগুলি শুরু হয়। পুলিশ কর্মকর্তাদের মতে, এনকাউন্টারে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার সামনু গ্রামে নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে ৫ জঙ্গির মৃত্যু হয়েছে। ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। নিহত জঙ্গিরা সকলেই টিআরএফ এবং লস্করের সঙ্গে যুক্ত ছিল বলেই সেনা সূত্রে খবর।
আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি অভিযান চলার সময় নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার। গত বুধবার, নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে এবং জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে দুই অজ্ঞাত পরিচয় জঙ্গিকে হত্যা করে।