Advertisment

৩৭০ ধারা অবলুপ্তির দিন থেকে জম্মু-কাশ্মীরে আটক ৫ রাজনৈতিক নেতাকে মুক্তি

সোমবার শ্রীনগরে এমএলএ হস্টেল থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
jammu kashmir, জম্মু কাশ্মীর

জম্মু-কাশ্মীরে ৫ রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়া হল। ৩৭০ ধারা বাতিলের সময় থেকে বন্দি অবস্থায় ছিলেন তাঁরা। গত ৫ অগাস্ট থেকে তাঁদের আটক করে রাখা হয়। জানা যাচ্ছে, সোমবার শ্রীনগরে এমএলএ হস্টেল থেকে তাঁদের ছাড়া হয়েছে।

Advertisment

আরও পড়ুন: ‘পাকিস্তানে যাও- মীরাটের এসপির মন্তব্যে ভুল নেই’, দাবি উপমুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, পাম্পোরের প্রাক্তন বিধায়ক জহুর মীর, ত্রালের এনসি নেতা গুলাম নবি, প্রাক্তন বিধায়ক ইশফাক জব্বর, প্রাক্তন এমএলসি ইয়াসির রেশি ও পিডিপি নেতা বসির মীরকে মুক্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এখনও বন্দি অবস্থায় রয়েছেন মেহবুবা মুফতি, ফারুখ আবদুল্লা ও ওমর আবদুল্লা।

আরও পড়ুন: ফেসবুক নিষিদ্ধ করল ভারতীয় নৌসেনা

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিল ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় জম্মু-কাশ্মীরকে। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লার মতো শীর্ষস্থানীয় নেতাদের আটক করে রাখা হয়। বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। জম্মু-কাশ্মীরের এই পরিস্থিতি ঘিরে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। ৩৭০ ধারা বাতিল ঘিরে প্রশাসনের কড়াকড়িতে উপত্যকায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। জম্মু-কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হয়। কেন্দ্রের এই ‘সাহসী’ সিদ্ধান্তের সময় থেকেই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে রাখা হয়েছে উপত্যকাকে।

Read the full story in English

jammu and kashmir
Advertisment