Advertisment

শহর উড়িয়ে দেওয়ার প্ল্যান, বিস্ফোরক সহ গ্রেফতার ৫ জঙ্গি

উদ্ধার করা হয়েছে ৭টি পিস্তল, ৪টি ওয়াকি-টকি ও প্রচুর পরিমাণে বিস্ফোরক।

author-image
IE Bangla Web Desk
New Update
Cops,Central Crime Branch,CCB,Bengaluru,terror-related activities,nabbed"

শহর জুড়ে বিরাট বিস্ফোরণের পরিকল্পনা, ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ল ৫ জঙ্গি। বেঙ্গালুরু সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) শহর জুড়ে হামলার পরিকল্পনা জন্য সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন জুনায়েদ, সোহেল, উমর, মুদাসির ও জাহিদ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭টি পিস্তল, ৪টি ওয়াকি-টকি ও প্রচুর পরিমাণে বিস্ফোরক।  

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতার হওয়া পাঁচ সন্ত্রাসবাদী ২০১৭ সালের একটি হত্যা মামলায় জড়িত ছিল। তাদের বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, যেখানে তারা বেশ কয়েকজন সন্ত্রাসবাদীর সংস্পর্শে আসেন এবং বিস্ফোরণের প্রশিক্ষণ নেন। সিসিবি শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার বিষয়ে ইনপুট পাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় অপরাধ শাখা। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সঙ্গে যৌথ অভিযানে ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সিসিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। সকলেই তারা ব্যাঙ্গালুরুর বাসিন্দা বলেই জানিয়েছে পুলিশ।

bengaluru
Advertisment