ফের উত্তরপ্রদেশ, মহিলাকে গণধর্ষণের পর গোপনাঙ্গে ঢোকানো হল লোহার রড

বদায়ুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে মন্দিরের এক পুরোহিত।

বদায়ুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে মন্দিরের এক পুরোহিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যোগীর রাজ্যে ফের পাশবিক নির্যাতনের শিকার মহিলা। প্রৌঢ়াকে গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নৃশংসভাবে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের বদায়ুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে মন্দিরের এক পুরোহিত। রবিবার রাতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরোহিত এখনও পলাতক।

Advertisment

পুলিশ জানিয়েছে, বদায়ুনের একটি গ্রামে মন্দির চত্বরে ঘটেছে গণধর্ষণ। মন্দিরে পুজো দিতে আসা মহিলার উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্তরা। এরপর তিনজনে মিলে মহিলার দেহ তাঁর বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসে পুলিশের। জানা গিয়েছে, মহিলার যৌনাঙ্গে রড ঢোকানোর জেরে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন মালেগাঁও বিস্ফোরণ মামলায় নিয়মিত হাজিরা থেকে রেহাই প্রজ্ঞা ঠাকুরের

Advertisment

বদায়ুনের পুলিশ সুপার রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় জন পলাতক। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি ও ৩০২ ধারায় গণধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। এদিকে, এই ঘটনায় কংগ্রেস নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশ সরকারকে বিঁধেছে। তাদের অভিযোগ, হাথরাসের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বহু চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। মিশন শক্তি কর্মসূচি চালু করলেও নারীর সম্মান এ রাজ্যে ভূলুণ্ঠিত। মহিলাদের কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি কংগ্রেসের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh yogi adityanath Gang Rape