Advertisment

Cyber-slavery in Cambodia: জোর করে করানো হচ্ছে সাইবার জালিয়াতি, কম্বোডিয়ায় আটকে ৫ হাজার ভারতীয়

তাদের কম্বোডিয়া থেকে মুক্ত করার কৌশল তৈরি করছে কেন্দ্রীয় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Indians in Cambodia, cyber scams, cyber frauds, cyber crime, Cambodia, Ministry of Home Affairs (MHA), Indian express news, current affairs

“তাদের বৈঠকের এজেন্ডা ছিল সংগঠিত র‌্যাকেট নিয়ে আলোচনা করা এবং সেখানে আটকে পড়াদের ফিরিয়ে আনা। তথ্য দেখায় যে গত ছয় মাসে ভারতে 500 কোটি টাকা হারিয়েছে (কম্বোডিয়ায় উদ্ভূত সাইবার জালিয়াতির জন্য),” সূত্রটি বলেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় পাঁচ হাজারের বেশি ভারতীয় আটকে পড়ার খবর পাওয়া গিয়েছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দিয়ে করানো হচ্ছে ভয়ঙ্কর সাইবার অপরাধ।

Advertisment

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে কম্বোডিয়ায় এই ভারতীয়দের জোর করে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এ পর্যন্ত ৬ মাসে ভারতীয়দের প্রায় ৫০০ কোটি টাকা প্রতারণা করেছে তারা। তাদের কম্বোডিয়া থেকে মুক্ত করার কৌশল তৈরি করছে কেন্দ্রীয় সরকার।

এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক একাধিক দপ্তরের সঙ্গে বৈঠক করেছে। রিপোর্টে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি ভারতীয়দের উদ্ধারে বিদেশ মন্ত্রক, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং অন্যান্য নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সংগঠিত র‌্যাকেট নিয়ে আলোচনা করা এবং আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে ডাটা এন্ট্রির চাকরির অজুহাতে তাদের কম্বোডিয়ায় পাঠানো হয়।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে কম্বোডিয়ায় ভারতীয়দের আইনের ভয় দেখিয়ে সাইবার অপরাধ করতে বাধ্য করা হচ্ছে। এখন পর্যন্ত সেখান থেকে ৩ জনকে ফিরিয়ে আনা হয়েছে, যারা বেঙ্গালুরুর বাসিন্দা। বিষয়টি প্রকাশ্যে আসে যখন ওড়িশার রৌরকেলা পুলিশ ৩০ ডিসেম্বর, ২০২৩-এ একটি সাইবার ক্রাইম সিন্ডিকেট ফাঁস করে এবং ৮ জনকে গ্রেফতার করে। কম্বোডিয়ায় ভারতীয়দের নিয়ে যাওয়ার সঙ্গে তারা জড়িত ছিল বলে অভিযোগ।

cyber crime modi MEA
Advertisment