ইউক্রেনে আটকে রয়েছেন তামিলনাড়ুর প্রায় ৫ হাজার পড়ুয়া। তাঁদের উদ্ধারে সবরকম চেষ্টার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইউক্রেন থেকে তামিলনাড়ুর পড়ুয়াদের দেশে ফেরার সব খরচ স্ট্যালিন সরকার বহন করতে প্রস্তুত বলেও শুক্রবার জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন। ইউক্রেনের একের পর এক শহরে আছড়ে পড়ছে রুশ গোলা। রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে মৃত্যু-মিছিল, আহত বহু। তবে ইউক্রেনের একাধিক শহরে প্রায় ২০ হাজার ভারতীয় থাকেন। তাঁদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী। যদিও ইতিমধ্যেই তাঁদের অনেকেই ফিরে এসেছেন।
তবে এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে হাজার-হাজার ভারতীয় ছাত্র-ছাত্রী রয়ে গিয়েছেন। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর প্রায় পাঁচ হাজার পড়ুয়া রয়েছেন ইউক্রেনে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে তাঁরা আটকে থাকায় এদেশে ঘোর দুশ্চিন্তায় দিন কাটছে তঁদের পরিবারের। তামিলনাড়ু সরকার তাঁদের দেশে ফেরাতে কেন্দ্রকে আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া তামিলনাড়ুর শিক্ষার্থীদের দেশে ফেরার জন্য যাতায়াতের খরচ রাজ্য সরকার বহন করবে।
এর আগে করোনাকালে 'বন্দে ভারত' মিশনে নজর কেড়েছিল মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের বিশেষ বিমানে দেশে ফিরিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতেও তেমনই উদ্যোগ নিতে আবেদন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। এম কে স্ট্যালিন বলেন, ''আমি ভারত সরকারকে অনুরোধ করছি, ইউক্রেনের বিভিন্ন অংশ থেকে আমাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য বন্দে ভারত মিশনের মতো বিশেষ বিমানের ব্যবস্থা করুন।"
আরও পড়ুন- Russia-Ukraine Crisis Live: ‘আমি রাশিয়ার এক নম্বর টার্গেট’, ক্ষোভ উগরে বললেন জেলেনস্কি
উল্লেখ্য, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে থাকা যুদ্ধবিধ্বস্ত দেশটির স্থল সীমান্ত … হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাক প্রজাতন্ত্র এবং রোমানিয়াতে বিশেষ দল পাঠাচ্ছে বিদেশমন্ত্রক। এই চারটি দেশের সঙ্গে ইউক্রেনের পশ্চিম সীমান্ত রয়েছে। রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা চালিয়েছে। সেই কারণে পশ্চিম ইউক্রেন দিয়ে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের চেষ্টায় ভারত।
তবে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর আগে থেকেই সেদেশ থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নিয়েছে দিল্লি। এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান শ’য়ে-শ’য়ে ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়েছে। যদিও এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে বহু ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। এবার তাঁদের ফেরাতেও সমান তৎপর বিদেশমন্ত্রক।
Read story in English