Ladakh-Jammu-Kashmir Earthquake: হোলির ভোরে কেঁপে উঠল পৃথিবী, ৫.২ মাত্রার কম্পন অনুভূত - লাদাখ জম্মু ও কাশ্মীরের প্রবল কম্পন। এর আগে, গত মাসের ২৮শে ফেব্রুয়ারিও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
শুক্রবার ভোরে ভারতের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের লাদাখে ভোর ২:৫০ মিনিটে এবং উত্তর-পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশে সকাল ৬টায় ভূমিকম্প অনুভূত হয়।
লাদাখের কার্গিলে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে প্রায় ৫.২ পরিমাপ করা হয়েছিল। এর পাশাপাশি, সমগ্র লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এই ভূমিকম্পের তথ্য প্রদান করে ন্যাশান্যাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১৫ কিমি গভীরে। ভোর ২:৫০ মিনিটের পর, সকাল ৬টায় আবার ভূমিকম্প হয়। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকায় এই কম্পনের মাত্রা ছিল ৪.০। এর আগে ১৩ মার্চ, বৃহস্পতিবার তিব্বতেও ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের জেরে মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ভূমিকম্পে কোন ক্ষয় ক্ষতির খবর মেলেনি।