Advertisment

গুজরাটে ৫৩ প্রাণ কাড়ল সাইক্লোন! ১ হাজার কোটির প্যাকেজ ঘোষণা মোদীর

যে সব রাজ্যে প্রাণহানি হয়েছে, সেখানে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেবেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুজরাটের মার্টি স্পর্শ করার পর যেন ক্রমশ বৃদ্ধি পেয়েছে ঘূর্ণিঝড় তাওকতের দাপট। গতিবেগ ছিল ১৬৫ কিলোমিটার। আর এই ঝড়েই প্রাণ কাড়ল ৫৩ জনের। বুধবারই আকাশপথে গুজরাটের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ত্রাণকার্যের জন্য ১ হাজার কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন তিনি।

Advertisment

এছাড়াও আরব সাগর উপকূলবর্তী যে সব রাজ্যে প্রাণহানি হয়েছে, সেখানে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেবেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। এও জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে ত্রাণে হাত লাগাবে কেন্দ্রও এমনটাও জানান হয়েছে।

তাওকতের দাপটের পর আমেদাবাদে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের কত ক্ষতি হয়েছে, কী ভাবে গোটা পরিস্থিতির মোকাবিলা করা হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

গুজরাতে গত ২০ বছরে এই সাইক্লোনই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝড় তাণ্ডবে প্রাণ গিয়েছিল প্রায় ৪ হাজার মানুষের। এদিকে, ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বইও। গুজরাটে পরিদর্শনে গেলেও কেন মহারাষ্ট্রে গেলেন না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে শিবসেনা-এনসিপি সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi gujrat Cyclone Tauktae
Advertisment