টানা বর্ষণ ও বন্যায় 'ভূমিধসে' মৃতুমিছিল। রায়গড়ে এখনও নিখোঁজ ৫৭ জন। টানা বৃষ্টিতে বিপন্ন জনজীবন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মহারাষ্ট্রের রায়গড় জেলার ইরশালওয়াড়িতে বুধবারের ভূমিধসে অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভুমিধসে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছে প্রশাসন। এখনও পর্যন্ত ৫৭ জনের কোন খোঁজ মেলেনি।
রায়গড়ের উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা মন্ত্রী উদয় সামন্ত বলেছেন, 'ভূমিধসের জায়গায় ভিড় করা উচিত নয়। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এনডিআরএফ কর্মীরা হাজারের বেশি লোককে উদ্ধার করেছে'।
জেলা প্রশাসন, অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে উদ্ধার অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বই সংলগ্ন রায়গড়ের একটি দুর্গম পাহাড়ে অবস্থিত ইরশালওয়াদি গ্রামে ভূমিধসের পরে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৫৭ জনের বিষয়ে এখনও কোন তথ্য নেই প্রশাসনের কাছে।
১৯ জুলাই রাত ১১টা নাগাদ ইরশালগড় গ্রামে একটি পাহাড় ভেঙে পুরো গ্রামটি ভূমিধসের কবলে পড়ে। এরপর টানা ৫ দিন এখানে উদ্ধার অভিযান চলছে। এনডিআরএফ এবং এসডিআরএফ সহ এলাকায় শ'য়ে শ'য়ে উদ্ধারকারী দলের সদস্য উদ্ধার কার্য পরিচালনা করে হাজারের বেশি মানুষকে উদ্ধার করে।