সাত সকালেই ভয়াবহ ভূমিকম্প। কেঁপে উঠল তাজিকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। মাত্র ১৮ মিনিটের ব্যবধানে দুবার কেঁপে উঠল আফগানিস্তান। তুরস্কের ভূমিকম্পের ভয়াবহতা এখন কাটেনি। তার মাঝেই বৃহস্পতিবার সকালে তাজিকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের ফয়জাবাদে থেকে ২৬৫ কিলোমিটার দূরে তাজিকিস্তানে। মাত্র ১৮ মিনিটের মধ্যে দু’বার কম্পন অনুভূত হয়। প্রথমবার রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭, দ্বিতীয়বার ভূমিকম্পের তীব্রতা ৫.০।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আফগানিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। USGS তথ্য অনুসারে, সকাল ৬টা বেজে ৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। তবে এখনও পর্যন্ত এতে কোন প্রাণ বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আফগানিস্তানে ১৮ মিনিটে দুবার ভূমিকম্প
বৃহস্পতিবার সকালে আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। ১৮ মিনিটের মধ্যে ২ বার কম্পন অনুভূত হয়। প্রথমবার রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছিল ৬.৭ এবং দ্বিতীয়বার ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছিল ৫.০। আফগানিস্তানের ফয়জাবাদে সকাল ৬টা বেজে ৭ মিনিট এবং ৬.২৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।