বছরশেষে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠল কারখানা। ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৬ শ্রমিকের। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক সংস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। দলকম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, 'রাত ২টো ১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছই। গোটা কারখানাই দাউদাউ করে জ্বলছিল। আমাদের কর্মীরা কারখানার ভিতরে ঢোকেন এবং একে একে ছয়জন শ্রমিকের দেহ বের করে আনেন। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।” বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে বলে জানান তিনি। এর আগে স্থানীয়রা দাবি করেছিলেন, কারখানার ভিতরে অন্তত পাঁচজন শ্রমিক আটকে পড়েছেন।
পরে দমকল ও পুলিশ কর্মকর্তারা আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কোন মতে যারা প্রাণে বাঁচেন সেই শ্রমিকরা জানান, যখন আগুন লাগে তখন কারখানা বন্ধ ছিল এবং তারা সকলেই ঘুমাচ্ছিল। একজন কর্মচারী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন আগুন লাগার সময় কারখানার ভিতর ১০ থেকে ১৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। কয়েকজন পালাতে সক্ষম হলেও বাকিরা আগুনের গ্রাসে পড়ে যান। আগুন নেভানোর কাজ এখনও চলছে এবং আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।