scorecardresearch

মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ঘুম, শ্বাসরোধ হয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু, রাজধানীতে শোরগোল

ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

delhi news, arvind kejriwal, delhi live updates, delhi rains, delhi weather, AAP, delhi weather, delhi covid cases, covid in delhi, covid cases in delhi, delhi covid cases today, covid in delhi today, today covid cases in delhi, delhi covid news, covid cases new delhi, corona cases in delhi
ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ঘুম, শ্বাসরোধ হয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু, রাজধানীতে চূড়ান্ত শোরগোল। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। উদ্ধার করা হয়েছে একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ। এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান শ্বাসরোধ হয়েই সকলের মৃত্যু হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় দিল্লি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে একই পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েন। ঘর বন্ধ থাকায় ঘরের ভিতর কার্বন মনোক্সাইড তৈরি হওয়ায় ওই পরিবারের ৬ জনেরই মৃত্যু হয়। ঘটনাপ্রসঙ্গে উত্তর পূর্ব দিল্লির ডিসিপি বলেছেন- শুক্রবার সকালে পুলিশ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন মহিলা এবং দেড় বছরের এক শিশু রয়েছে। উত্তর-পূর্বের ডিসিপি জানিয়েছেন, মশারি ধূপকাঠি থেকে গদিতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। আগুনের কারণে ধোঁয়ায় ঘর ভরে যায় এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হওয়াতেই ঘুমন্ত অবস্থাতে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জনের। দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: 6 members of family die of suspected carbon monoxide poisoning caused by mosquito repellant