Advertisment

দেশের প্রথম সর্ববৃহৎ কমিউনিটি টয়লেট মুম্বইয়ের ধারাভিতে

এমন কমিউনিটি টয়লেট পেয়ে বেজায় খুশি ধারাভির বাসিন্দারা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুম্বাইতে কমিউনিটি বাথরুম

৬০০০ স্কোয়ার ফুটের দেশের সর্ববৃহৎ কমিউনিটি শৌচালয় চালু হল মুম্বইয়ের ধারাভিতে। সকল আধুনিক সুবিধাযুক্ত এই শৌচালয় চালু উদ্বোধন করেন মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে। ৯ ফেব্রুয়ারি থেকে এই শৌচালয় সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।

Advertisment

অত্যাধুনিক এই কমিনিউনিটি টয়লেটের সুবিধা পেয়ে অভিভূত ধারাভির বাসিন্দারা। তাদেরই মধ্যে একজন সোনি। ছোট থেকেই ধারাভির বস্তিতে বেড়ে ওঠা। এমন শৌচালয় হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে জানালেন, বছর ২০’র সোনি। তার কথায় ‘এটি সুন্দর ভাবে আলোকিত এবং সম্পূর্ণ ভাবে নিরাপদ’। ঠিক এর পাশেই ছোট থেকে বেড়ে উঠেছে সে। সোনি জানায়, ‘ড্রামে করে জল টেনেছি। এখন এই শৌচালয় হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে’।

সমাজ কর্মী হর্ষদার কথায় ‘এলাকায় অনেকে শৌচালয় রয়েছে কিন্তু সেগুলি ব্যবহারের অযোগ্য। ভাঙ্গাচোরা, নোংরা, লাইট নেই জল নেই। সেখান থেকে অনেকের নানান সংক্রমণ দেখা দিয়েছে। নতুন এই কমিনিউনিটি টয়লেট সকলের উপকারে লাগবে’।

ছোট্ট বস্তিতে দশ বাই দশ ছোট্ট ঘরে থাকে সোনি। তার কথায়, ‘এই বস্তিতে প্রায় ১০ লক্ষ মানুষের বাস। সেই তুলনায় শৌচালয়ের সংখ্যা খুবই কম। সেই সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির মধ্যে অনেকগুলিই ব্যয়ভারের অযোগ্য। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে করোনা কালীন পরিস্থিতিতে’।

নব নির্মিত এই ভবনে প্রতি টাওয়ারে একটি সাধারণ টয়লেট রয়েছে। এবং সঙ্গে রয়েছে দুটি বাথরুম। মহামারী শুরুর সময় থেকে পাবলিক টয়লেট গুলিতে প্রতিদিন চলত স্যানিটাইজেশনের কাজ।

নতুন এই কমিউনিটি টয়লেটের জন্য পরিবার পিছু একটি করে পাস দেওয়া হবে যার বিনিময়ে মাসিক ১৫০টাকার বিনিময়ে ধারাভির বাসিন্দারা এই টয়লেট ব্যবহার করতে পারবেন। পাস ছাড়া জনপ্রতি এই শৌচালয় ব্যবহার করতে লাগবে মাত্র ৩টাকা। সঙ্গে ঠাণ্ডা গরম জলের জন্য একটাকা এবং দুটাকা করে চার্জ দিতে হবে। সাবানের জন্য লাগবে অতিরিক্ত ১০টাকা। প্রতি ঘণ্টায় টয়লেট পরিষ্কার করার জন্য ১৪ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে ধারাভির এক বাসিন্দার কথায়, ‘জামাকাপড় কাচার জন্য প্রতি বালতি ৫০টাকা করে দিতে হবে, আমরা কোথা থেকে এত টাকা পাব, সরকার কোটি টাকা খরচ করে এই টয়লেট নির্মাণ করেছে আর আমদের মত গরীব মানুষের থেকে টাকা নেওয়া হচ্ছে আমরা এত টাকা পাব কোথা থেকে’?।

তবে ধারাভির বেশিরভাগ পরিযায়ী শ্রমিক এই পরিষেবায় খুশি। তারা জানিয়েছে ‘বর্তমান লন্ড্রি পরিষেবাগুলি এক জোড়া কাপড় ধোয়া এবং ইস্ত্রি করার জন্য ৩০ টাকা নেয়৷ তুলনায়, কমিউনিটি টয়লেটে তারা ৫০ টাকায় কমপক্ষে চার-ছয়টি কাপড় ধোয়ার ব্যবস্থা করতে পারে।”

mumbai community bathroom
Advertisment