ক’দিন আগেই ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হাংমলার ঘটনার সাক্ষী থেকেছিল এ দেশ। যে হামলায় প্রাণ গিয়েছে দূরদর্শনের চিত্র সাংবাদিকের। সেই হামলার কয়েকদিন বাদে এবার ছত্তিসগড়েই ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার নারায়ণপুরে ছত্তিসগড় পুলিশের কাছে ওই মাওবাদীরা আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ৫৫ জন মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা।
মাওবাদীদের আত্মসমর্পণ ঘিরে অবুঝমাড় এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ৬২ জনই নীচু তলার সদস্য। নারায়ণপুর জেলার আবুঝমাড় জঙ্গল এলাকায় মূলত অপারেশন চালাতেন ওই মাওবাদীরা। মাওবাদীদের আত্মসমর্পণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং।
আরও পড়ুন, মাওবাদীদের শীর্ষ নেতৃত্বে যুগাবসান, আর নেই গণপতি, বলছে পুলিশ
ছত্তিসগড়ে এদিন মাওবাদীদের আত্মসমর্পণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘‘সরকারের আত্মসমর্পণ নীতির সাফল্যে বাম চরমপন্থীরা হিংসার পথ থেকে সরবেন। আশা করব বাকিরাও হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরবেন।’’
অন্যদিকে, এদিনও ফের মাওবাদী হামলার ঘটনা ঘটেছে। বীজাপুর এলাকায় একটি বাস পোড়ানোর অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর।
Read the full story in English