চিনের 'ছড়ি ঘোরানো' বন্ধ করতে ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত
নয়া প্রতিরক্ষা আইন সম্পর্কে হোয়াইট হাউজ জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামিক স্টেট এবং আন্তর্জাতিক সন্ত্রাস ক্রমেই বেড়ে চলায় এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল।
নতুন বছর পড়ার আগেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হল প্রতিরক্ষা চুক্তি। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিপত্তি স্থাপনের জন্যই এই চুক্তি।
Advertisment
পোশাকি নাম 'এশিয়া রিঅ্যাশিয়রেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট'। চুক্তির মেয়াদ পাঁচ বছর। চুক্তির জন্য বরাদ্দ হয়েছে ১৫০ কোটি মার্কিন ডলার। কারণ হিসেবে দেখানো হয়েছে দক্ষিণ চিনা সাগরে অবৈধ উপায়ে গড়ে তোলা চৈনিক সামরিক শক্তিকে প্রতিহত করতেই দু'দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এই প্রতিরক্ষা চুক্তি। আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণের যে প্রবণতা রয়েছে চিনের মধ্যে, তা দমন করার জন্যই গত ৩১ ডিসেম্বর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হল চুক্তি।
নয়া প্রতিরক্ষা আইন সম্পর্কে হোয়াইট হাউজ জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামিক স্টেট এবং আন্তর্জাতিক সন্ত্রাস ক্রমেই বেড়ে চলায় এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল। এছাড়া ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোও এই প্রতিরক্ষা চুক্তির একটা মূল লক্ষ্য।