Advertisment

আতঙ্ক বাড়ছে, মেডিক্যাল কলেজের ৬৬ চিকিৎসক-পড়ুয়া করোনা-আক্রান্ত

আক্রান্ত চিকিৎসক-পড়ুয়াদের অধিকাংশই করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
India recorded new 3,451 COVID19 cases 8 May 2022

সংক্রমণ সামান্য কমলেও উদ্বেগ যাচ্ছে না।

কর্নাটকের ধারওয়াদ মেডিক্যাল কলেজের ৬৬ চিকিৎসক-পড়ুয়া করোনা আক্রান্ত। মেডিক্যাল কলেজের ডেপুটি কমিশনার নীতেশ পাটিল জানিয়েছেন, আক্রান্ত চিকিৎসক-পড়ুয়ার অধিকাংশেরই করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তবে একসঙ্গে মেডিক্যাল কলেজের ৬৬ পডুয়া করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে।

Advertisment

ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে মেডিক্যাল কলেজের দুটি হোস্টেল সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, ধারওয়াদের এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালেরও প্রত্যেকের আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

আতঙ্ক কাটিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ। অন্তত গত কয়েকদিনের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছিল। তবে শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ ফের ১০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। উদ্বেগ বহুগুণে বাড়িয়েছে করোনার দক্ষিণ আফ্রিকার নয়া ভ্যারিয়েন্ট। এই আবহেই এবার কর্নাটকের একটি মেডিক্যাল কলেজের ৬৬ চিকিৎসক-পড়ুয়া করোনা আক্রান্ত হলেন।

মেডিক্যাল কলেজের ডেপুটি কমিশনার নীতশ পাটিল জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন। তবে অধিকাংশ আক্রান্তের শরীরেই কোনও উপসর্গ নেই। কয়েকজনের মৃদু উপসর্গ রয়েছে। করোনা আক্রান্ত এই মেডিক্যাল-পড়ুয়াদের দু'সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আপাতত প্রত্যেকের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন- এবার আরও শক্তিশালী করোনার দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের হদিশ, উদ্বেগ ভারতেও

একসঙ্গে ৬৬ চিকিৎসক-পডুয়া কীভাবে সংক্রমিত হলেন? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত ১৭ নভেম্বর কলেজ ক্যাম্পাসে হওয়া একটি অনুষ্ঠানে ওই পড়ুয়ারা যোগ দিয়েছিলেন। সেখান থেকেই কোনওভাবে তাঁরা করোনা আক্রান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। করোনা আক্রান্ত ওই পড়ুয়ারা যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের ডেপুটি কমিশনার পাটিল।

তিনি বলেন, 'বর্তমানে কলেজের চারশো শিক্ষার্থীর মধ্যে তিনশোরও বেশি জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাঁদের মধ্যে ৬৬ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব মিলেছ। আক্রান্ত চিকিৎসক পড়ুয়াদের বেশিরভাগই প্রথম বর্ষের ছাত্র।'

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

coronavirus karnataka health Ministry
Advertisment