/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/rape1.jpg)
প্রতীকী ছবি
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। ৬৮ বছরের ওই বৃদ্ধ ১০ বছরের নাবালিকাকে নিজের মেয়ের বাড়িতে ধর্ষণ করেছে বলে অভিযোগ। লজ্জাজনক এই ঘটনাটি কর্ণাটকের চিক্কাবাল্লাপুরা অঞ্চলে। যে বাড়িতে ধর্ষণের অভিযোগ সেটি মন্দির চত্বরেই অবস্থিত বলে জানিয়েছে বেঙ্গালুরুর পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভেঙ্কটারামানাপ্পা। নিজের জামাইয়ের অবর্তমানে মন্দিরের পুরোহিত হিসাবে সেই কাজ করছিল। মঙ্গলবার সন্ধেয় ওই বৃদ্ধ মন্দিরের বাইরে একটি বাচ্চা মেয়েকে খেলতে দেখে। এরপর তাকে মিষ্টির লোভ দেখিয়ে নিজের মেয়ের বাড়িতে নিয়ে যায়। সেটি মন্দির লাগোয়া। তারপরেই সেখানে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
আরও পড়ুন হাথরাসকাণ্ডে হাইকোর্টে স্টেটাস রিপোর্ট পেশ সিবিআইয়ের
সন্ধে পর্যন্ত ওই বালিকা বাড়ি না ফেরায় তার মা এলাকায় খোঁজাখুঁজি করতে শুরু করেন। তারপর মেয়ের খোঁজ করতে করতে মন্দিরের কাছে এসে ফুলবিক্রেতার কাছে জানতে পারেন, তাঁর মেয়ে পুরোহিতের সঙ্গে তার বাড়িতে যেতে দেখেছে। এমনটাই জানান ডেপুটি কমিশনার সি কে বাবা। এরপর পড়শিদের নিয়ে পুরোহিতের বাড়িতে গিয়ে দেখেন বাইরে দাঁড়িয়ে নির্যাতিতা শিশু কাঁদছে। মেয়ের মুখে পুরো ঘটনা জেনে পুলিশকে খবর দেন ওই মহিলা।
বুধবার মন্দিরের সিসিটিভি ফুটেজ, মেডিক্যাল রিপোর্ট এবং ফুলবিক্রেতার জবানবন্দি তদন্ত করে ওই পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন