Advertisment

"কাড়া হোক অধিকার", জন বিস্ফোরণে ক্ষুব্ধ রামদেব

"দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণে আনতে, হিন্দু মুসলিম নির্বিশেষে, দুয়ের বেশি সন্তান রয়েছে, এমন অভিভাবকদের ভোটাধিকার, চাকরি এবং চিকিৎসার সুযোগ সুবিধা কেড়ে নেওয়া দরকার। একমাত্র তবেই নিয়ন্ত্রনে আসবে জনসংখ্যা", জানালেন রামদেব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যোগগুরু রামদেব। ফাইল ছবি।

দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা কমানোর সমাধান সূত্র মিলল যোগ গুরুর কাছে। দুইয়ের বেশি সন্তান থাকলে কেড়ে নেওয়া হোক ভোটাধিকার। সরকারি চাকরি এবং সরকারি চিকিৎসা থেকেও বঞ্চিত করা হোক এই সমস্ত অভিভাবকদের। এএনআই সূত্রে খবর, বুধবার আলিগড়ের এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বলেছেন বাবা রামদেব।

Advertisment

"দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণে আনতে, হিন্দু মুসলিম নির্বিশেষে, দুয়ের বেশি সন্তান রয়েছে, এমন অভিভাবকদের ভোটাধিকার, চাকরি এবং চিকিৎসার সুযোগ সুবিধা কেড়ে নেওয়া দরকার। একমাত্র তবেই নিয়ন্ত্রনে আসবে জনসংখ্যা", জানালেন রামদেব।

 আরও পড়ুন, উদ্ধারকাজের মাঝেই মেঘালয়ের খনি গর্ভে তলিয়ে গেল ছিন্ন ভিন্ন দেহ

পতঞ্জলির পোশাক ব্র্যান্ডের উদ্বোধনে আলিগড়ে গিয়েছিলেন যোগগুরু। অনুষ্ঠানে তিনি বলেন দুয়ের বেশি সন্তান থাকলে ভোটে দাঁড়াতেই যেন না পারেন সেই প্রার্থী। সরকারি স্কুলে তাঁদের সন্তানদের যেন ভর্তি না নেওয়া হয়। রামদেবের মতে, সরকারি চাকরি এবং সরকারি চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত রাখা উচিত এদের।

বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও খবরে এসেছেন বাবা রামদেব। গত বছর নভেম্বরেই বলেছিলেন সরকারের উচিত, তাঁর মতো অকৃতদারদের বিশেষ সমান দেওয়া। এর আগে হরিয়ানায় পুত্র সন্তান জন্ম দেওয়ার বড়ি বিক্রি করে খবরে এসেছিলেন রামদেব।

Read the full story in English

Ramdev
Advertisment