scorecardresearch

বড় খবর

রাশিয়ার বিমান হামলায় লন্ডভন্ড সিরিয়া, নিহত শিশু সহ ৭

আহত ১৫। এদের মধ্যে একাধিক আশঙ্কাজনক। দেশজুড়ে হাহাকার।

7 killed in alleged russian strike in syria
রুশ হামলার পর সিরিয়ার অবস্থা।

এবার রুশ বিমান হামলার শিকার সিরিয়া। দুই দেশের সীমান্তবর্তী সিরিয়ার পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের জিসর আল-শোঘর খ্রিস্টান অধ্যুষিত গ্রামে রাশিয়ার বিমান হামলায় চার শিশু সহ এখনও পর্যন্ত মোট সাতজন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৫।

ইদলিবে বিমান হামলার উৎস এখনও যাচাই করা যায়নি। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল দেশটির বিদ্রোহীদের আবাসস্থল।

ইদলিব প্রদেশটি হায়াত তাহরির আল-শাম, আল-কায়েদা-সংশ্লিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে, অন্যদিকে উত্তর আলেপ্পো প্রদেশটি তুর্কি-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

ওই এলাকার জনসংখ্যার ৯০ শতাংশের বেশি মানুষ চরম দারিদ্রের মধ্যে বাস করে। বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভর করে। দামেস্কে সিরিয়ার সরকার প্রধান মিত্র রাশিয়ার পাশাপাশি প্রায়ই এই এলাকায় বিমান হামলা চালায়।

তুরস্ক সতর্ক করেছে যে তারা উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীকে লক্ষ্য করে নতুন সামরিক অভিযান শুরু করতে চায়। তুরস্ক বলেছে যে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী নিরাপত্তার প্রেক্ষিতে ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। কুর্দিদের তুর্কি বাহিনী সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: 7 killed in alleged russian strike in syria