মন্দিরে সন্ধ্যারতির সময়েই প্রবল ঝড়-বৃষ্টি। বৃষ্টির হাত থেকে বাঁচতে মন্দিরের সামনে টিনের শেডের নীচে আশ্রয় নিয়েছিলেন বহু ভক্ত। হল না শেষ রক্ষা! ঝড়ের দাপটে সেই শেডের উপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশাল গাছ। ভয়াবহ ওই বিপত্তিতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ২৬ জনেরও বেশি মানুষ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। রবিবার ওই দুর্ঘটনাটি ঘটেচে মহারাষ্ট্রের আকোলা জেলার একটি গ্রামে।
রবিবার সন্ধ্যায় আকোলা জেলার পারস গ্রামের বাবুজি মহারাজ মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত ভিড় জমিয়েছিলেন। সেই সময়ে মন্দিরে চলছিল সন্ধ্যারতি। তবে আচমকা ঝড়-বৃষ্টির জেরে খানিকটা হলেও বিশৃঙ্খল পরিস্থতি তৈরি হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে সেই সময়ে অনেক ভক্তই মন্দিরের সামনে একটি টিনের শেডের নীচে গিয়ে জড়ো হয়েছিলেন।
আরও পড়ুন- দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা, বেপরোয়া গতির বলি ৫
বৃষ্টির সঙ্গেই প্রবল ঝড়ে এলাকায় লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়। আচমকাই একটি মোটা গাছ ওই শেডের উপরে ভেঙে পড়ে। শেডের নীচেই চাপা পড়েন ভক্তরা। মারাত্মক ওই দুর্ঘটনার জেরে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে, আহতদের সংখ্যা ২৬-এরও বেশি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবুজি মহারাজ মন্দিরের এই মর্মান্তিক কাণ্ডে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, “এটি একটি বেদনাদায়ক ঘটনা। আকোলা জেলার পারসে কিছু মানুষ একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন। সেই সময়ে একটি টিনের চালায় একটি গাছ ভেঙে পড়ে কয়েকজন ভক্তের মৃত্যু হয়েছে। আমি তাঁদের স্মৃতির প্রতি প্রতি বিনম্রভাবে শ্রদ্ধা জানাই।''