বারাণসীতে গুজরাটি সংস্থার অফিস থেকে ১.৪০ কোটি টাকা ডাকাতির ঘটনায় সাত পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে ডাকাতির ঘটনায় পুলিশ কর্মীদের যোগসাজশের প্রমাণ মিলতেই তড়িঘড়ি সাসপেণ্ড করা হয় পুলিশকর্মীদের। সকলেই উত্তরপ্রদেশের ভেলুপুর থানায় কর্মরত ছিলেন।
বরখাস্ত হওয়া পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন থানার আধিকারিক রমাকান্ত দুবে, ইন্সপেক্টর সুশীল কুমার, মহেশ কুমার এবং উৎকর্ষ চতুর্বেদী সহ সাত পুলিশ কর্মী। তিন পুলিশকর্মী সুশীল, উৎকর্ষ এবং মহেশ সদ্য চাকরিতে যোগদান করেন। একই সঙ্গে পদোন্নতি পেয়ে ডেপুটি এসপি হওয়ার কথা ছিল রমাকান্ত দুবের। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে যোগীরাজ্যে। পুলিশ কমিশনার মুথা অশোক জৈন বলেছেন, তদন্তে পুলিশ কর্মীদের যোগসাজশের প্রমাণ মিলেছে। ডাকাতির মামলার তদন্তে আরও যে সকল তথ্য আসবে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭শে মে ঘটে ডাকাতির ঘটনা। গুজরাটি সংস্থার অফিস থেকে ১.৪০ কোটি টাকা ডাকাতির ঘটনার থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ৩১ শে মে বারাণসী পুলিশ দাবি করে যে ভেলুপুর এলাকায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে ৯২.৯৪ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জেরে সিনিয়র পুলিশ কর্মকর্তারা প্রাথমিক তদন্তের নির্দেশ দেন। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহ আরও জোরালো হয়। জিজ্ঞাসাবাদের সময় সাত পুলিশকর্মী অপরাধের কথা স্বীকার করেন। এরপরই তাদের সকলকেই বরখাস্ত করা হয়।