Advertisment

Debris of IAF’s An-32 Discovered: সাত বছরের রহস্যের সমাধান, বঙ্গোপসাগরে মিলল বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ

প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে যে ধ্বংসাবশেষ AN-32 বিমানের। যেটিতে ২৯ জন যাত্রী ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
IAF plane went missing, IAF plane missing, missing IAF plane, National Institute of Ocean Technology, port blair flight, Indian express news, current affairs

এউভি বঙ্গোপসাগরে পরীক্ষা চালানোর সময় বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায়

২০১৬ সালে নিখোঁজ হয়েছিল বায়ুসেনার এএন৩২ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। প্রায় সাত বছর পর তার সন্ধান মিলল। বঙ্গোপসাগরের ৩৪০০ মিটার গভীর থেকে উদ্ধার হয়েছে বিমানের ধ্বংসাবশেষ।

Advertisment

ভারতীয় বিমান বাহিনীর An-32 বিমানের ধ্বংসাবশেষ মিলল চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার। ২০১৬ সালে ২২ জুলাই, ২৯ জনকে নিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের দিকে রওনা হয়েছিল বিমানটি। মাঝপথ থেকে তার খোঁজ মেলেনি। এরপর ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয় অবশেষে চেন্নাই উপকূল থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে সমুদ্রতটে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে অনুসন্ধানের চিত্রগুলি পরীক্ষা করে দেখা গেছে যে এটি AN-32 বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সরকারের তরফে জানানো হয়েছে সমুদ্রের ৩৪০০ মিটার গভীরে নিখোঁজ বিমানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। AN-32 বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেখানে সর্বশেষ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি, ভারত সরকারের আর্থ সায়েন্সেস মন্ত্রকের অধীনে, সমুদ্রে কিছু গবেষণার জন্য জলের গভীরে যান মোয়াতেন করে। সেই সময় উদ্ধার হয় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। করেছিল।

বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে সকল প্রকারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সে সময় এই বিমানটি বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাচ্ছিল। বিমানটি নিখোঁজ হওয়ার পর সাগরে নিখোঁজ বিমানটির সন্ধানে ভারতের সবচেয়ে বড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে বিমান বাহিনী ও নৌবাহিনী।

An-32 বিমানে থাকা ২৯ জনের পরিবারের সদস্যদের কাছে চিঠি লিখে বিমান বাহিনী বলেছে যে তারা নিখোঁজ বিমানটিকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। বিমানে থাকা লোকজনকে মৃত ঘোষণা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। চেন্নাই-ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি সম্প্রতি একটি স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকেল (AUV) এর একটি রুটিন টেস্টিংয়ের সময় ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ বিমানের সাত বছরের পুরানো রহস্য সমাধান করেছে।

ইডির নজরে কেজরিওয়াল: < Arvind Kejriwal: চতুর্থবারের মতো জিজ্ঞাসাবাদের জন্য তলব, কেজরিওয়ালকে ফের সমন জারি ইডির >

স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকেল সমুদ্রের গভীরে ৬,০০০ মিটার গভীরতা অনুসন্ধানের কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। প্রায় ছয় মাস আগে নরওয়ে থেকে এটি আমদানি করা হয়েছিল, এবং পরীক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে গত সপ্তাহে বঙ্গোপসাগরে নামানো হয়েছিল। চেন্নাই উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে ছবিগুলি প্রকৃতপক্ষে বিধ্বস্ত বিমানের।

IAF plane went missing, IAF plane missing, missing IAF plane, National Institute of Ocean Technology, port blair flight, Indian express news, current affairs
চেন্নাই উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে সমুদ্রে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। (বিশেষ আয়োজন)
indian air force
Advertisment