পড়াশুনা শেষে মিলল চাকরিও, এখন ভারতে ফেরত পাঠানো হবে ৭০০ ছাত্রকে। কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ভারতের ৭০০ জন পড়ুয়া যারা কানাডায় এসেছে, তাঁরা ভিসা পাওয়ার জন্য জাল তথ্য পেশ করেছিলেন। সুতরাং কানাডা থেকে ৭০০-র বেশি ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরতে হচ্ছে।
এবিষয়ে কানাডায় ভারতীয় পড়ুয়াদের সাহায্যকারী এক প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ‘প্রত্যেকেই কানাডার ‘এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস’-এর মাধ্যমে স্টাডি ভিসার জন্য আবেদন করেছিলেন। তার জন্য পঞ্জাবের জলন্ধরের এক ব্যক্তিকে পড়ুয়ারা মাথা পিছু ১৬ থেকে ১৮ লক্ষ টাকা করে দিয়েছিলেন’। এরপর তাঁদের কানাডার হাম্বলার কলেজে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। যদিও সেই কলেজে শেষ পর্যন্ত ভারতীয় পড়ুয়ারা ভর্তি হতে পারেননি।
এরপর তাঁদের অন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়। পরবর্তীতে কানাডার অভিবাসন দপ্তর তদন্ত করে দেখে, যে অফার লেটার দিয়ে পড়ুয়ারা আবেদন করেছিল ভিসার, সেটিও জাল। আপাতত পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ঘুম উড়েছে অভিভাবকদের।
পড়ুয়ারা সকলেই ২০১৮-২০১৯ সালে পড়াশোনার জন্য কানাডায় গিয়েছিল। এই জালিয়াতি প্রকাশ্যে আসে যখন পড়ুয়ারা কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করেছিল, 'ভর্তি অফার লেটার' যাচাই-করতেই গিয়েই সামনে আসে জালিয়াতির ঘটনা। সিবিএসএ যেসব নথিপত্রের ভিত্তিতে ছাত্রদের ভিসা দেওয়া হয়েছিল তা পরীক্ষা করে দেখা হয় এবং তা জাল বলে প্রমাণিত হয়।
এই ছাত্রদের বেশিরভাগই ইতিমধ্যে তাদের পড়াশোনা শেষ করেছে, পাশাপাশি অনেকেই তাদের ইন্টার্নশিপও সম্পুর্ণ করেছেন। কেউ কেউ পেয়েছেন চাকরির সুযোগও। বিশেষজ্ঞরা বলেছেন, কানাডায় বিপুল সংখ্যক পড়ুয়া পড়াশুনার কারণে যান প্রতিবছরই আর সেই কারণে এত বড় মাপের জালিয়াতির ঘটনা ঘটেছে।
জলন্ধরের এক ব্যক্তি, যিনি গত১০ বছর ধরে পড়ুয়াদের কানাডায় পাঠাচ্ছেন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন যে এই ধরনের জালিয়াতির বেশ কয়েকটি কারণ রয়েছে। কলেজে ফি জমা দিলেই ভিসা দিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পড়ুয়ারা বিশদে খোঁজ খবর না নিয়েই তড়িঘড়ি বিদেশে চলে যান ফলে সমস্যার মুখে পড়তে হয় তাদের।
“এই ক্ষেত্রে বেশিরভাগ পড়ুয়াকে কলেজ থেকে অফার লেটার দেওয়া হয়েছিল যেখানে তারা শেষ পর্যন্ত কানাডায় আসার পরে সেই কলেজে পড়াশোনা করতে পারেনি। কানাডায় ভারতীয় ছাত্রদের ভিড় লেগেই থাকে। বেশ কিছুবেসরকারি কলেজের যোগসাজশে কিছু প্রতারক এই ধরণের ঘটনা ঘটাচ্ছে”।