scorecardresearch

চোখ রাঙাচ্ছে করোনা, নয়া স্ট্রেনের দাপটে একদিনেই মৃত্যু ৪০ জনের

দেশে এখন পর্যন্ত ২২০.৬৬ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

delhi, delhi news, covid, covid 19, coronavirus, todays news, world news, india news, india daily covid count, covid cases in india
চোখ রাঙাচ্ছে করোনা, নয়া স্ট্রেনের দাপটে একদিনেই মৃত্যু ৪০ জনের

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে বাংলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৩। মৃতের সংখ্যা একজনের। পজিটিভিটি রেট ১৪.০৪ শতাংশ। সেই সঙ্গে দেশের চিত্রটাও এবার সামনে আনা যাক। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে ২৯ শে এপ্রিল আপডেট হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে একদিনে ৭১৭১ টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমে হয়েছে ৫১,৩১৪

কিন্তু কিছুতেই রোখা যাচ্ছে না মৃত্যু। এক দিনেই দেশে করোনার বলি ৪০ জন। মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,৫০৮ হয়েছে, যার মধ্যে ১৫টি মৃত্যুই হয়েছে কেরলে। কোভিড ১৯-এ আক্রান্তের মোট সংখ্যা ৪.৪৯ কোটি।। যখন স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে দেশে এই মুহূর্তে কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭০% রেকর্ড করা হয়েছে। যেখানে মৃত্যুর হার ১.১৮% রেকর্ড করা হয়েছে। দেশে এখন পর্যন্ত ২২০.৬৬ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

কোমর্বিডিটির কারণেই করোনা পজিটিভ হওয়ার পর তাঁদের শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে প্রবীণ মানুষজন করোনার এই নয়া স্ট্রেনের দাপটে প্রাণ হারাচ্ছেন। এই পরিস্থিতিতে ভিড় এড়ানো, ফের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যদফতর থেকে। মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন।

নয়া স্ট্রেনের দাপটেই বাড়বাড়ন্ত করোনা ভাইরাসের। উপসর্গ (Symptoms) মৃদু হলেও প্রাণ হারাচ্ছেন প্রবীণ ব্যক্তিরা, সেই সঙ্গে যাদের কো-মর্বিডিটি (Co-Morbidity) আছে এমন মানুষ অর্থাৎ যাঁদের হৃদপিণ্ড, কিডনি, ফুসফুস, যকৃতের রোগ আছে তাঁদের ক্ষেত্রে আরও সাবধানতা মেনে চলার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: 7171 new cases recorded in india