এক মাসেরও বেশি সময় ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। প্রায় ৩৩ দিন ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ৭ অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী ইজরায়েলে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। এর ফলে মৃত্যু হয়েছে ১৪০০-এর বেশি সাধারণ নাগরিকের। হামাসের হাতে বন্দী রয়েছে আরও প্রায় ২০০-এর বেশি ইজরায়েলি। রয়েছেন বেশ কিছু বিদেশিও।
হামলার পরপরই ইজরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে। এই ৩৩ দিনে ইজরায়েলি বিমান হামলায় প্রায় ১১ হাজার প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৭ হাজার মানুষ। এই সময়ের মধ্যে অনেক দেশ যুদ্ধবিরতির দাবিও করেছিল, কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তিনি ইজরায়েলি সেনাবাহিনী পিছু হটবে না।
গত ৩৩ দিন ধরে ইজরায়েল ও হামাস মধ্যে যুদ্ধ চলছে। গাজা উপত্যকায় স্থল হামলা শুরু করেছে আইডিএফ এবং গাজাকে দুই ভাগে ভাগ করার দাবি করেছে। ইজরায়েল গতকাল বুধবার (৮ নভেম্বর) হামাস গোষ্ঠীর অস্ত্র বিভাগের প্রধান মাহসান আবু-জিনাকে হত্যা করেছে বলে দাবি করেছে। গাজা ছাড়াও লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাচ্ছে ইজরায়েল । হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদিকে, দক্ষিণ সিরিয়ায় ইরানপন্থী হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়ে ৩ জনকে হত্যার সামনে এসেছে।
ইজরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ আন্দোলনও চলছে। আমেরিকা, লন্ডন ও ফ্রান্সের পাশাপাশি ভারতেও যুদ্ধ বন্ধের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। এদিকে সিরিয়ায় অবস্থিত ইরানি অস্ত্রের দোকানে F15 যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে প্রায় ৯ জনকে হত্যা করেছে বলে দাবি করেছে আমেরিকা। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমেরিকা তার সৈন্যদের সুরক্ষার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী ড্রোন হামলা চালিয়ে দিয়ে আমেরিকান সামরিক ঘাঁটি আক্রমণ করেছিল, যার প্রতিক্রিয়ায় এবার আমেরিকাও ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: < নিয়মের গেঁড়ো! EWS ক্যাটাগরিতে অধ্যাপক নিয়োগে চরম ফাঁপরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় >
আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন যে বুধবার (৮ নভেম্বর) প্রায় ৫০,০০০ গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে চলে গেছে। তিনি বিশ্বাস করেন যে হামাস উত্তর গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ হারিয়েছে। ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ চলাকালীন মিশরের রাফাহ ক্রসিং থেকে শ'য়ে শ'য়ে ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে।
ইজরায়েলি সেনাবাহিনী ও হামাসের মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয়েছে। উত্তর গাজায় এখনও হাজার হাজার মানুষ আটকে রয়েছেন বলেই জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে আনা গিয়েছে হামাসের শীর্ষ নেতারা এখনও গাজার আল শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে গাজায় হামাসের ঘাঁটি ধ্বংস করা দেখানো হয়েছে। এর মধ্যে হামাসের অনেক টানেলও রয়েছে।
হামাসের সামরিক ইউনিট একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে গাজার রাস্তায় ইজরায়েলি সেনা এবং হামাস যোদ্ধাদের মধ্যে লড়াই দেখা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন একটি বিবৃতি জারি করে সতর্ক করে দিয়েছে যে সিরিয়া ও ইরাকে তার সামরিক ঘাঁটিতে হামলা সহ্য করা হবে না। পেন্টাগন সতর্ক করে বলেছে এর ফলে বাড়তে পারে সংঘর্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে যুদ্ধবিরতি হবে হামাসের কাছে আত্মসমর্পণের সমান বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোন যুদ্ধবিরতি র প্রস্তাব খারিজ করে দিয়েছেন তিনি।