Advertisment

চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১০ যাত্রী, চারিদিকে কান্নার রোল, আহত বহু

আজ ভোর ৫.১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে

author-image
IE Bangla Web Desk
New Update
Madurai station, fire in tourist coach, Lucknow to Rameshwaram, Madurai railway station, gas cylinders in train, Madurai district collector, Tamil Nadu train fire, Tamil Nadu train fire reason, Tamil Nadu train fire mishap, TN train fire mishap, TN fire mishap, 9 dead in train fire near Madurai station, Madurai Train Fire, Train Fire Video, Madurai Railway Junction, Tamil Nadu train news"

আজ ভোর ৫.১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে

চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু ১০ যাত্রীর। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল ট্রেনে এমনটাই অভিযোগ যাত্রীদের।

Advertisment

তামিলনাড়ুর মাদুরাই স্টেশনে লখনউ-রামেশ্বরম ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১০ জনের। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় আহতও হয়েছে বেশ কয়েকজন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানিয়েছেন রেলের আধিকারিকরা।

তামিলনাড়ুর মাদুরাই রেলওয়ে স্টেশনে লখনউ-রামেশ্বরম ট্যুরিস্ট ট্রেনের একটি কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০জনের মৃত্যু হয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, কিছু যাত্রী কোচে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। এর থেকেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীদের বয়ান অনুসারে কোচের ভেতরে কয়েকজন যাত্রী চা তৈরি করছিলেন, তখন গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়।

দমকল কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। কর্মকর্তারা বলছেন, তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। বর্তমানে কোচের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ট্রেনটি মাদুরাই জংশনে থামানো হয়। ইতিমধ্যেই এই দুর্ঘটনার ভিডিওটিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কোচটি আগুনে প্রায় ভষ্মীভুত হয়ে গিয়েছে। আজ ভোর ৫.১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে।

Train Accident
Advertisment