/indian-express-bangla/media/media_files/2025/01/06/XC4ziHS2nVjpJ6Am61I8.jpg)
সেনা কনভয় লক্ষ্য করে ভয়ঙ্কর মাওবাদী হামলা Photograph: (ফাইল চিত্র)
Bijapur Naxalite Attack :সেনা কনভয় লক্ষ্য করে ভয়ঙ্কর মাওবাদী হামলা। ছত্তিশগড়ের বিজাপুরে দুপুর ২টে বেজে ১৫ মিনিটে যৌথ অভিযান সেরে ফেরার সময় সেনার গাড়ি লক্ষ্য করে হামলায় মৃত্যু হয়েছে আট সেনা জওয়ানের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার বিজাপুরের কুটরু এলাকা দিয়ে কেন্দ্রীয় বাহিনীদের একটি কনভয় যাচ্ছিল ৷ সেই সময় জওয়ানদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে লুকিয়ে থাকা মাওবাদীরা। এরপরই আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় সেনার গাড়ি।
HMPV ভাইরাসের তাণ্ডব! ফের আক্রান্ত আরও এক শিশু, উদ্বেগ এবার চরমে
ছত্তিশগড়ের বিজাপুরে সেনা কনভয়ে ভয়ঙ্কর মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ সেনা কর্মীর। আহত হয়েছেন আরও ৮ জন। হামলার প্রসঙ্গে আইজি বাস্তার সুন্দররাজ পি বলেছেন যে মাওবাদী হামলায় আট ডিআরজি জওয়ান এবং দান্তেওয়াড়ার একজন চালক সহ মৃত্যু হয়েছে মোট ৯ জনের। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।