Advertisment

অগ্নিগর্ভ মণিপুরে রক্তবন্যা, মেইতেই-কুকি জনজাতির সংঘর্ষে ৯ জন নিহত

ফের কার্ফুর সময় বাড়িয়েছে প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
9 killed in fresh violence in Manipur

ফের অশান্ত মণিপুর

ফের অশান্ত মণিপুর। উত্তর-পূর্বের রাজ্যের কাংপোকপি জেলার আইগিজাং গ্রামে গুলি ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে মঙ্গলবার রাতে নয়জন নিহত হয়েছেন। গত কয়েক সপ্তাহে রাজ্যে লাগাতার হিংসার মধ্যে এটি সবচেয়ে বড় হিংসার ঘটনা।

Advertisment

ইম্ফল পূর্বের পুলিশ সুপারের মতে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। আইগিজং কাংপোকপি রাজস্ব জেলার অধীনে পড়ে, এটি এই দুই জেলার সীমান্তে অবস্থিত ইম্ফল পূর্বের এক্তিয়ারের অধীনে আসে।

আইগিজাং একটি কুকি গ্রাম হলেও, যে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা মেইতি পুরুষদের যারা গ্রামের বাসিন্দা ছিলেন না। পুলিশের মতে, এরা ছিল "স্থানীয় স্বেচ্ছাসেবক"।

আরও পড়ুন গুলি খেয়েই মাটিতে পড়ে ছটফট করে মৃত্যু বছর ২২-এর তরতাজা যুবকের, ফের ছড়াল অশান্তির আগুন

অন্তত সোমবার থেকে এই সীমান্ত এলাকায় গুলিবর্ষণ এবং হিংসা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে, এটি এই সীমান্ত এলাকার মেইতি-অধ্যুষিত অংশগুলিকে "রক্ষা" করার জন্য নিকটবর্তী অঞ্চল থেকে মেইতি পুরুষদের একটি বিশাল আগমন দেখেছিল।

সর্বশেষ ঘটনার পর, ইম্ফল পূর্ব জেলা প্রশাসন জেলায় কার্ফু শিথিলকরণের সময়কাল সকালের প্রথম দিকে মাত্র চার ঘণ্টার উইন্ডোতে সংক্ষিপ্ত করে। যদিও কার্ফু শিথিল করার সময়কাল ছিল সকাল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, যা এখন ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে।

Manipur Violence
Advertisment