আর মাত্র কিছুদিন, তারপরেই ব্রিটিশ অভিবাসন আইন অনুযায়ী ইংল্যান্ড থেকে কার্যত তাড়িয়েই দেওয়া হতে পারে এই ভারতীয়কে খুদে দাবাড়ু এবং তার পরিবারকে। কিছুদিন আগে সম্ভব্য সেরা দাবাড়ুর খেতাব পেয়েছে এই কিশোর, তার বয়সী সেরা দাবাড়ুদের মধ্যে চতুর্থ স্থানেই শ্রেয়াস রয়্যালের নাম। তবে শীঘ্রই ইংল্যান্ড ছাড়তে হবে তাকে।
মাত্র তিন বছর বয়সেই বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে ব্রিটেনে আসে শ্রেয়াস। মাত্র ৯ বছর বয়সী এই খুদের মধ্যে রয়েছে দাবার তুখোড় প্রতিভা। একের পর এক সাফল্যের পালক জুড়েছে তার মুকুটে। আর এই কারণেই ইংল্যান্ডে দারুণ পরিচিতিও লাভ করে সে।
আরও পড়ুন: প্রবাসিনীর চিঠি: ত্রাসগ্রস্ত টরন্টো
একটি বেসরকারি সংস্থায় তথ্য প্রযুক্তি কর্মী হিসাবে কাজ করেন শ্রেয়াস রয়্যালের বাবা জিতেন্দ্র সিং। সম্প্রতি তাঁকে দেশের প্রশাসনের তরফে জানানো হয়, যেহেতু তাঁর বাৎসরিক রোজগার ১২০,০০০ পাউন্ডের বেশি নয় সেই কারণে আইন অনুযায়ী দেশে থাকতে দেওয়া হবে না তাঁদের। এমনকি তার ওয়ার্ক ভিসাও রিনিউ করা হবে না আর। এদিকে আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে জিতেন্দ্র সিং-এর ওয়ার্ক ভিসা।
সম্প্রতি, সরাষ্ট্র মন্ত্রকের কাছে এ বিষয়ে আবেদনও জানিয়েছেন শ্রেয়াস রয়্যালের পরিবার। তবে চলতি সপ্তাহে একটি চিঠি পান তাঁর পরিবার যাতে জানানো হয়, শুধুমাত্র রয়্যালের কারণে তাঁদের দেশে থাকতে দেওয়া সম্ভব নয়। এখানেই শেষ নয়, ইংলিশ চেস ফেডারেশন স্বরাষ্ট্র সচিব সজিদ জাভেদকে আবেদন জানায় শ্রেয়াসের পরিবারকে সেখানেই থাকতে দেওয়ার জন্য। এমনকী অনেকে ভারতীয় মন্ত্রককেও অনুরোধ জানিয়েছেন এই বিষয়টি দেখার জন্য।
শ্রেয়াস রয়্যালকে দেশ থেকে বহিষ্কৃত করে দেওয়ার প্রসঙ্গ উঠতেই ট্যুইটার থেকে ফেসবুক, প্রতিবাদে সরব হয় স্যোশাল মিডিয়া। দেশের এমন সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ প্রত্যেকেই।
Govt plan to force an 8 year old chess prodigy to leave the country next month because his father earns less than £120,000 a year.
UK shouldn't be deporting its brightest young talent. @sajidjavid should intervene and allow Shreyas to stay in the only home he can remember. pic.twitter.com/DLonnTgSzX
— Rachel Reeves (@RachelReevesMP) 3 August 2018
In the matter of the impending deportation of chess prodigy Shreyas Royal and his parents, the family cannot extend their visas because the father earns less that £120,000 per year
It is characteristic of this dreadful government that they put money before talent
— John Cleese (@JohnCleese) 4 August 2018
Theresa May's income just before she became Prime Minister was £117,350. Fewer than 1% of UK population earn more than £120,000 pa. https://t.co/C65wfjF2gu
— David McKendrick (@McKendrickDave) 6 August 2018
This is madness!! This young lad is representing England in international countries!! ???????????? #HostileEnvironment “Chess prodigy Shreyas Royal in plea to stay in UK” https://t.co/l7q2Ch2yIw
— #HelloMyNameIsJoan #NHSLove #FBPE ???????? (@RoaringNurse) 4 August 2018
In other words anyone on an ordinary job, a working person has no f'ing chance https://t.co/JrYcvY0WKK
— Tony O'Brien (@Chanctonman) 4 August 2018
If you deport every British who has less the 120K a year - there would be lot of free flats in London and all over the UK - and you could save the 350.000.000 Pounds a week for the NHS. Thanks to UKIP and Boris "Donald" Johnson. https://t.co/XKw8AUXvJ0
— Uli Bohnen ???????? ???????? (@UliBeans) 4 August 2018
Am not sure if it's your department but perhaps the govt of India can assure young #ShreyasRoyal & his family that his #chess talent will be nurtured in #India@SushmaSwaraj @PMOIndia https://t.co/1fU1eKaJLB
— Apurv Nagpal (@apurvnagpal) 5 August 2018
There might be a solution for the predicament which Shreyas Royal and his family feel they are in. @TCS his dad's employers are owned by one @TataCompanies which also own @TataSteelEurope and who sponsor one @tatasteelchess. Now could the Dutch not offer abode? #playingDutch
— ♚ Chess Club Live ♚ (@ChessClubLive) 6 August 2018
If you deport every British who has less the 120K a year - there would be lot of free flats in London and all over the UK - and you could save the 350.000.000 Pounds a week for the NHS. Thanks to UKIP and Boris "Donald" Johnson. https://t.co/XKw8AUXvJ0
— Uli Bohnen ???????? ???????? (@UliBeans) 4 August 2018
Lots of comments saying he shouldn't ignore the rules because he is good at chess. Fair point. But what this case highlights is that the current rules are broken. 120K is just crazily high. And, unless I am misreading it, 120K+ STILL only gets you 9 years https://t.co/I6q7ZujYAA
— Harpsichord Knight (@Intraplatequake) 5 August 2018
Rules based on money:
More problems due to the hostile environment created my a hostile PM.
Mrs May was warned immigration finance would become a human rights issue - so she hated HR too. No wonder the Con party is losing voter and membersip trust. #GEhttps://t.co/1nQZOgIj4M— Rob de Nazar #FBPE #PeoplesVote (@robdn) 4 August 2018
Rachel is showing compassion, the UK is a divided, racist nation, which was not so when I was born in 1944. Shame on our government and those who show such disdain for those who achieve. How many Brits earn 120,000 per year?
— Michael Comley (@michaelcomley1) 4 August 2018