চলছে ভয়ঙ্কর যুদ্ধ। গাজায় এয়ারস্ট্রাইক চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের বিমান হামলায় ৯ হাজারের বেশি মৃত ৯ প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলেই দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। গাজা স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ডঃ আশরাফ আল-কুদরা বলেছেন, গাজায় ইজরায়েলের বিমান হামলায় ৯,০৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৮ বছরের কম বয়সী ৩,৭৬০ জন রয়েছেন। যুদ্ধে ইজরায়েলের ১৪০০ মানুষের মৃত্যুর তথ্যও সামনে এসেছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে কবরে পরিণত হয়েছে গাজা। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে যে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে যুদ্ধে ৯হাজারের বেশি প্যালেস্তাইনি নাগরিক নিহত হয়েছেন। মন্ত্রকের মুখপাত্র ড. আশরাফ আল-কুদরা বলেছেন যে গাজায় মোট ৯,০৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৮ বছরের কম বয়সী ৩,৭৬০ জন রয়েছে। ইজরায়েলি স্থল বাহিনী বৃহস্পতিবার গাজার দিকে অগ্রসর হতে শুরু করেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো. বাইডেন একদিন আগে একটি মানবিক 'যুদ্ধবিরতির' পরামর্শ দিয়েছিলেন।
হামাসের হাতে বন্দিদের খুঁজে বের করতে সাহায্য করতে গাজার ওপর মার্কিন নজরদারি ড্রোন উড়ছে: রিপোর্ট
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলে মারাত্মক আক্রমণের সময় হামাসের হাতে বন্দিদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে।
আরও ৪ ইজরায়েলি সেনা নিহত, সংখ্যা বেড়ে ২৩ হয়েছে
টাইমস অব ইজরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও চার সেনার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছে ইজরায়েলি সামরিক বাহিনী। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩। ইজরায়েলি বাহিনী গাজার নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদান করছে। ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা গাজার সাধারণ নাগরিকদের জন্য জল, খাবার, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম প্রবেশের সুবিধা দিচ্ছে।
ইজরায়েল-হামাস যুদ্ধে নিহত ৩৬ সাংবাদিক
সিএনএন জানিয়েছে, ইজরায়েল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত ৩৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।৩১ জন প্যালেস্তাইনি, চারজন ইজরায়েলি এবং একজন লেবানিজ সাংবাদিক রয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৮ টন পণ্য সরবরাহের কথা ঘোষণা করেছে রাশিয়া।