Uttar Pradesh: দেশব্যাপী মহার্ঘ হয়ে চলা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে আজব যুক্তি উত্তর প্রদেশের মন্ত্রীর। সে রাজ্যের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি বলেন, ‘দেশের ৯৫% মানুষের পেট্রোল দরকার পড়ে না। গুটিকয়েক মানুষ খুব দরকার ছাড়া চার চাকা চড়েন না।‘ এখানেই শেষ নয়, তাঁর দাবি, ‘সরকার ফ্রি করোনা টিকা দিয়েছে ১০০ কোটি মানুষকে। কোভিডের সময় ফ্রি চিকিৎসা পেয়েছেন মানুষ। বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে গিয়েছে। আপনি যদি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করেন উত্তর প্রদেশে পেট্রোল-ডিজেলের দাম খুব একটা বাড়েনি।‘
এমনকি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পিছনে তাঁর আরও যুক্তি, ‘মানুষের মাথাপিছু আয়ের হিসেবে পেট্রোপণ্যের দাম এখন কমই। তবে পূর্বতন সরকারের তুলনায় মোদি-যোগীর আমলে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। ৭ বছর আগে যা ছিল, এখন সেটা দ্বিগুণ হয়েছে। এই সরকার পেট্রোল-ডিজেল এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে।‘
এদিকে, লাগামহীন জ্বালানি। কলকাতায় আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল। ফের এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে ৩৪ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। নয়া এই দাম-বৃদ্ধির জেরে বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোল ১০৭ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। এদিন কলকাতায় ডিজেলের নতুন দাম লিটারে ৯৮ টাকা ৩৮ পয়সা।
জ্বালানির বিদ্যুৎ গতির দাম-বৃদ্ধি জারি। বহু আগেই পেট্রোল সেঞ্চুরি পার করেছে। সেঞ্চুরি পেরিয়েও দুরন্ত ব্যাটিং জারি পেট্রোলের। ফি দিন দাম বেড়েই চলেছে। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে ডিজেল। বাড়তে বাড়তে একেবারে সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল। ডিজেলের দাম একশো পেরনো সময়ের অপেক্ষা মাত্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা গুলি প্রতিদিন দাম বাড়াচ্ছে জ্বালানি তেলের। তবে শুধু কলকাতাতেই নয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি জারি দেশের অন্য শহরগুলিতেও।
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ৫৪ পয়সা। দিল্লিতে লিটার প্রতি ডিজেল ৯৫ টাকা ২৮ পয়সা। একইভাবে বাণিজ্যনগরী মুম্বইয়েও এদিন দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটারে ১১২ টাকা ৪১ পয়সা। মুম্বইয়ে আগেই সেঞ্চুরি পেরিয়েছে ডিজেল। বৃহস্পতিবারও ডিজেলের দাম বেড়েছে। মুম্বইয়ে এদিন লিটার প্রতি ১০৩ টাকা ২২ পয়সা দরে বিক্রি হচ্ছে ডিজেল।
সব মিলিয়ে পেট্রোপণ্যের লাগাতার দাম-বৃদ্ধির জেরে নাজেহাল দশা সাধারণ মানুষের। একদিকে যেমন যাতায়াতের খরচ বেড়ছে, তেমনি চড়ছে বাজারদর। হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। প্রতি দিন বাজারে গিয়ে তা টের পাচ্ছে আমজনতা।
পণ্য পরিবহণের খরচ বহু গুণে বেড়ে গিয়েছে। পণ্য পরিবহণের খরচ তুলতেই দৈনন্দিন সামগ্রীরও দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। করোনাকালে জ্বালানি তেলের এই লাগাতার দাম বৃদ্ধিতে জেরবার সাধারণ নাগরিকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন