Advertisment

লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে শ্রমিক স্পেশালে মৃত ৯৭ জন, সংসদে জানাল কেন্দ্র

লকডাউনে শ্রমিক স্পেশালে করে বাড়ি ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। মেনে নিল কেন্দ্রীয় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনে শ্রমিক স্পেশালে করে বাড়ি ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। মেনে নিল কেন্দ্রীয় সরকার। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিক স্পেশালে মৃত্যু হয়েছে ৯৭ জনের। শনিবার রাজ্যসভায় এই পরিসংখ্যান দিয়েছে মোদী সরকার।

Advertisment

শুক্রবার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন প্রশ্ন তোলেন, লকডাউনের সময়ে শ্রমিক স্পেশালে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছিল তার তথ্য দিক সরকার। সেই প্রশ্নের উত্তরে শনিবার ওই তথ্য দেন রেলমন্ত্রী পীষূষ গোয়েল। তিনি বলেন, ৯৭টি মৃত্যু ঘটনার ক্ষেত্রে ৮৭ জনের দেহ পোস্ট মর্টেমে দেওয়া হয়েছিল। এর মধ্যে ৫১টি রিপোর্ট পাওয়া গিয়েছে। ওইসব ক্ষেত্রে মৃত্যু কারণ হিসেবে কোথাও হৃদ রোগ, মস্তিস্কে আঘাত, পুরনো রোগ, লিভারের অসুখের কথা উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবারই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেছিলেন, ৬৮ দিনের লকডাউনের সময় কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে তার কোনও হিসেব সরকারের কাছে নেই। মন্ত্রীর ওই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। বিরোধী শিবির নিশানা করে মোদী সরকারকে।

লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের অবস্থা দুর্বীসহ হয়ে ওঠে। পরিযায়ীদের বাড়ি ফেরাতে ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছিল কেন্দ্র। ৪,৬২১ শ্রমিক স্পেশাল ট্রেনে ৬,৩১৯,০০০ যাত্রী ঘরে ফিরতে পারেন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

indian railway Lockdown Migrant labourer
Advertisment