Advertisment

আগরতলায় এলেই টিএমসি নেতাদের উপর তালিবানি কায়দায় হামলা হোক: বিজেপি বিধায়ক

TMC at Tripura: ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে তৃণমূল নেতারা ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের ক্ষতি করার চেষ্টা করছেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
Tripura Politics, BJP, TMC, taliban

ত্রিপুরার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক। ছবি: ট্যুইটার

TMC at Tripura: আগরতলায় আসলেই তৃণমূল নেতাদের তালিবানি কায়দায় শিক্ষা দিক বিজেপি কর্মী-সমর্থকরা। এই প্ররোচনামূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ত্রিপুরায় বিজেপি বিধায়ক। জানা গিয়েছে, সেই বিধায়কের নাম অরুণ ভৌমিক। মোদী মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে ত্রিপুরা থেকে মন্ত্রী হয়েছেন প্রতিমা ভৌমিক। তাঁর সংবর্ধনা মঞ্চে এমন আলটপকা মন্তব্য করেন ওই বিজেপি বিধায়ক। তৃণমূল সূত্রে এমনটাই অভিযোগ।

Advertisment

এদিকে, ঠিক কী বলেছেন তিনি? যা ঘিরে বিতর্ক। অরুণ ভৌমিক বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে তৃণমূল নেতারা ত্রিপুরার বিপ্লব দেব সরকারের ক্ষতি করার চেষ্টা করছেন। বিজেপি কর্মী-সমর্থকদের কাছে আমার আবেদন ওদের উপর তালিবানি কায়দায় হামলা হোক। ওরা বিমানবন্দরে নামলেই ওদের উপর তালিবানি কায়দায় হামলা হোক। প্রতি রক্তবিন্দু দিয়ে আমরা ত্রিপুরায় সরকার রক্ষা করব।‘

২০২৩-এর ভোটকে পাখির চোখ করে এখন থেকেই ত্রিপুরায় সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে একঝাঁক তরুণ নেতাকে সে রাজ্যে পাঠিয়ে বিজেপি-বিরোধিতার মঞ্চ তৈরির চেষ্টা করেছে বাংলার শাসক দল। ত্রিপুরা সফর করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সম্প্রতি আগরতলায় গ্রেফতার তৃণমূলের যুব নেতাদের ছাড়াতে সেই রাজ্যের খোয়াই থানায় ‘অবস্থান’ করেছেন অভিষেক। তিনি-সহ দলের একাধিক সাংসদ এবং মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে পুলিশের অভিযোগও দায়ের হয়েছে।

দিন কয়েক আগে দোলা সেনের গাড়িতে হামলার অভিযোগেও সরব হয়েছে তৃণমূল। এই আবহে বিজেপি বিধায়কের মন্তব্য ফের সংঘাত বাড়াল ঘাসফুল এবং পদ্মফুল শিবিরের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp agartala Biplab Dev Taliban Style
Advertisment