৬ সদস্যের স্ট্যান্ডিং কমিটি নির্বাচন ঘিরে দিল্লি এমসিডিতে ধুন্ধুমার কাণ্ড। ওয়েলে নেমে হাতাহাতি, মারপিটে জড়ালেন আপ এবং বিজেপি কাউন্সিলরেরা। চলল বেলাগাম চড়, থাপ্পর, ঘুঁসি। এর মাঝেই বড় অভিযোগ আনলেন দিল্লির মেয়র শেলি ওবেরয়। তিনি অভিযোগ করেন, 'আমার চেয়ার টেনে ঠেলে দেওয়া হয়েছিল'। অভিযোগের তির বিজেপি কাউন্সিলরদের দিকেই।
হাতাহাতিতে অসুস্থ হয়ে পড়লেন এক আপ কাউন্সিলরও। নব নিযুক্ত মেয়র শেলি ওবেরয়ের উপরে প্রাণঘাতী হামলার অভিযোগ এনেছে আপ। মেয়র পদে নির্বাচন তিনবারের চেষ্টা সুপ্রিম কোর্টের নির্দেশে মিটতেই শুরু হয়েছে নতুন সমস্যা। ৬ সদস্যের স্ট্যান্ডিং কমিটি তৈরি নিয়েই বিজেপি-আপের মধ্যে চলছে চরম উত্তেজনা। গত বৃহস্পতিবারও এ নিয়ে উত্তপ্ত হয় দিল্লির পুর অধিবেশন। ছোঁড়া হয় বোতল, কাউন্সিলরদের মধ্যে চলে মারপিট, হাতাহাতি। অবশেষে, ওই দিন সভা মুলতবি করে দেন দিল্লির মেয়র শেলি ওবেরয়।
দিল্লির মেয়র শেলি ওবেরয় এদিনের এই ঘটনায় আঙুল তুলেছেন বিজেপি কাউন্সলিরদের দিকেই। দিল্লি MCD-এর ৬ সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন ফের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মিউনিসিপ্যাল কর্পোরেশন হাউসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং আম আদমি পার্টির (আপ) কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির কয়েক ঘন্টা পরে, দিল্লির মেয়র শেলি ওবেরয় শুক্রবার কয়েকজন বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থও হন।
নব নিযুক্ত মেয়র শেলি ওবেরয় বলেন, "আমি তাদের (বিজেপি) বিরুদ্ধে অভিযোগ করতে থানায় এসেছি এবং পুলিশকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য বলেছি।" সাংবাদিক সম্মেলনের সময় তিনি অভিযোগ করেন শেলি ওবেরয় বলেন, "আমরা স্থায়ী কমিটির নির্বাচনের জন্য বিজেপির দাবিতেই রাজি হয়েছি। ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি কাউন্সিলররা হেরে যাচ্ছে দেখেই চিৎকার করতে শুরু করে।"
আরও পড়ুন: < কোভিড টিকায় বেঁচেছে ৩৪ লক্ষ প্রাণ, স্ট্যানফোর্ডের রিপোর্ট উল্লেখ করে ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর >
দিল্লির মেয়রের অভিযোগ, আমি যখন ফলাফল ঘোষণা করতে যাচ্ছিলাম। তখন একদল বিজেপি কাউন্সিলর আমার কাছে আসেন। তাদের মধ্যে ছিলেন অর্জুন মারওয়াহ, চন্দন চৌধুরী এবং রবি নেগি। আমার চেয়ার টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
অন্যদিকে, বিজেপি নেতা বিজেন্দর গুপ্ত বলেছেন, "স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে ৬ সদস্য নির্বাচিত হওয়ার কথা ছিল, যার মধ্যে ৩ সদস্য বিজেপি থেকে এবং ৩ জন আপ থেকে নির্বাচিত হয়। সমস্যা শুরু হয়, যখন একটি ভোট বাতিল ঘোষণা করেন দিল্লির মেয়র। আমরা বিষয়টির সিবিআই তদন্ত দাবি করছি।"
বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
যদিও আপের-এর অভিযোগের পর বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রেস কনফারেন্সের কিছুক্ষণ আগে, মেয়র হাউস স্থগিত করেন এবং ঘোষণা করেন যে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এমসিডি) স্থায়ী কমিটির ছয় সদস্যের নির্বাচন ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নতুন করে অনুষ্ঠিত হবে।