Advertisment

বিরাট কেলেঙ্কারি! শিল্পপতি সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণ, ভয় দেখানোর অভিযোগে এফআইআর

অভিযোগ অস্বীকার, জিন্দল গ্রুপের চেয়ারম্যানের।

author-image
IE Bangla Web Desk
New Update
sajjan jindal rape case

শিল্পপতি সজ্জন জিন্দল। (ছবি: Twitter@sajjanjindal)

শিল্পপতি সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক মহিলা। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) থানায় জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইস্পাত জগতের এই খ্যাতনামা শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্ষণের পাশাপাশি অপরাধমূলক ভয়ও দেখিয়েছেন অভিযোগকারিণীকে। পালটা, রবিবার এক বিবৃতিতে যাবতীয় অভিযোগ 'মিথ্য ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন শিল্পপতি সজ্জন জিন্দল।

Advertisment

অভিযোগকারীর দাবি, অভিযুক্ত শিল্পপতি তাঁকে ২০২২ সালের ২৪ জানুয়ারি যৌন নিপীড়ন করেন। বাধ্য হয়ে তিনি এই বছরের ১৬ ফেব্রুয়ারি পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশের কাছে তাঁর বিবৃতিতে ওই যুবতী অভিযোগ করেছেন, সজ্জন জিন্দল তাঁকে জোর করে চুম্বন করেছিলেন। এই বছরের ৫ ডিসেম্বর, মহিলা বম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। তাঁর অভিযোগে, পুলিশ তাঁর অভিযোগে কোনও কাজই করেনি। এরপর ১২ ডিসেম্বর, মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থানার পুলিশ হাইকোর্টকে জানায় যে অভিযোগকারিণীর বক্তব্য রেকর্ড করা হবে। আর, সেই অনুযায়ী যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর একদিন পরে, ১৩ ডিসেম্বর একটি এফআইআর দায়ের করা হয়। পরের দিন, পুলিশ আদালতকে জানায় যে মহিলার বক্তব্য রেকর্ড করা হয়েছে। আইপিসি ধারা ৩৭৬ (ধর্ষণ), ৩৫৪ (নারীর ওপর হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ)-এর অধীনে একটি অপরাধ নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও এই মামলায় ওই মহিলার সম্ভ্রমহানি এবং ৫০৬ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগও দায়ের হয়েছে। বিচারপতি প্রকাশ ডি নায়েক ও নিতিন আর বোরকারের একটি বেঞ্চ পুলিশকে এই ঘটনায় 'দ্রুত' তদন্তের নির্দেশ দিয়েছে। বেঞ্চ এই পরিস্থিতিতে, আবেদনটির দ্রুত নিষ্পত্তি এবং বিধিবদ্ধ সীমার মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- মাত্র দুই সপ্তাহেই আত্মসমর্পণ, পূর্ব পাকিস্তানে ভারতের বিজয়, রূপকথার ইতিহাস

রবিবার এক বিবৃতিতে শিল্পপতি সজ্জন জিন্দালের অফিস জানিয়েছে, 'সজ্জন জিন্দল এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অস্বীকার করেছেন। পুরো তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। যেহেতু তদন্ত চলছে, আমরা এই পর্যায়ে আর মন্তব্য করা থেকে বিরত থাকব। আমরা শিল্পপতির পারিবারিক গোপনীয়তাকে সম্মান করার জন্য সকলকে অনুরোধ করছি।' পুলিশের কাছে অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি ২০২১ সালের ৮ অক্টোবর প্রথমবার সজ্জন জিন্দলের সঙ্গে দেখা করেন। সেটা দুবাইতে, এক আইপিএল ম্যাচ চলাকালীন। তাঁর সঙ্গে তাঁর ভাইও ছিলেন। সেই সময় জিন্দল দুবাই স্টেডিয়ামের ভিআইপি বক্সে ছিলেন বলেও দাবি করেছেন ওই মহিলা।

FIR rape police
Advertisment