Covid Third Wave in India: দেশের ইতিমধ্যে তৃতীয় ঢেউ থাবা বসিয়েছি। আর ভ্যালু বিশ্লেষণ করে এই উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। একজন সংক্রমিত কতজনকে আক্রান্ত করছেন। সেই সূচক মাপা হয় আর ভ্যালু দিয়ে। দেশের বর্তমান আর ভ্যালু একের উপরে। অর্থাৎ একজন সংক্রমিত করছেন ১০১ জনকে। সেই কমিটির দাবি, ‘অক্টোবরেই শিখর ছোঁবে তৃতীয় ঢেউ।‘ ইতিমধ্যে এমন একটা সম্ভাবনা উসকে দিয়েছে দুই আইআইটি গবেষক। এমনকি, কেন্দ্রের একাধিক প্রতিষ্ঠান দাবি করেছে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। স্বাস্থ্য মন্ত্রকের ওই কমিটির রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে।
সেই রিপোর্টে উল্লেখ, তৃতীয় ঢেউয়ে ১৮ ঊর্ধ্বদের সঙ্গে সংক্রমিত হবে শিশু-কিশোররা।তাই এই ঢেউ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে সুপারিশ করা। পর্যাপ্ত বেড, অক্সিজেন এবং চিকিৎসা ব্যবস্থা তৈরি রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রকে। এদিকে, একটা সময় দেশের মোট সংক্রমণের ৫৪% ছিল কেরলের। পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি দক্ষিণের সেই রাজ্যে সদলবলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশে এখন করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। কিন্তু তারপরেও চিন্তা জিইয়ে রাখছে কেরল। সে রাজ্যে এখন সংক্রমণের হার ১৭%। এই পরিসংখ্যান তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার আবহে যথেষ্ট চিন্তায় রাখছে স্বাস্থ্য মন্ত্রককে। একইভাবে সে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যবাসীকে আরও সতর্ক হতে আবেদন করলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
তিনি বলেছেন, ‘তৃতীয় ঢেউ সম্ভাবনার মধ্যে আগামি ৪ সপ্তাহ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে কেরলে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে।‘ জানা গিয়েছে, রাজ্যের কোভিড মোকাবিলা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক মঙ্গলবার করবেন স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেছেন, ‘ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্ত অনেক রাজ্যেই চিন্তা বাড়িয়েছে। তার সঙ্গেই দোসর হতে পারে তৃতীয় ঢেউ। সম্প্রতি ওনাম উৎসব পালিত হয়েছে। তাই আমাদের আগামি দিনে সতর্ক থাকতে হবে।‘
অপরদিকে, আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের কোভিড পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে বিশেষজ্ঞদেরও৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭২ জন৷ গত ১৬০ দিনে এটিই দেশের সর্বনিম্ন সংক্রমণ৷ এরই পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে একদিনে দেশে মৃত্যু হয়েছে আরও ৩৮৯ জনের৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন