Jammu and Kashmir: বরফে মোড়া উপত্যকায় জঙ্গি হামলায় ফের রক্ত ঝরল নিরীহের। শ্রীনগরের নয়াকাদাল এলাকায় জঙ্গিদের গুলিতে নিহত এক স্থানীয়। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে এমনটাই খবর। এক পুলিশকর্তা জানান, বুধবার সন্ধ্যায় রউফ আহমেদ নামে এক ব্যক্তি জঙ্গিদের গুলির মুখে পড়েন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা গিয়েছে, এলাকা ঘিরে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেছে রাজ্য পুলিশ এবং সেনাবাহিনী। এদিকে, চলতি মাসেই শ্রীনগরের কাছে ভর-সন্ধ্যায় পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছিল। ১৩ ডিসেম্বরের ওই ঘটনায় পান্থা চক এলাকার জিওয়ানের কাছে পুলিশের গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। এতে প্রথমে ১৪ জন পুলিশকর্মী জখম হয়েছিলেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডলার থেকে জানা গিয়েছে যে, জখমদের মধ্যে ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১২ জন পুলিশকর্মী। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গত কয়েকদিন ধরেই উপত্যকায় জঙ্গিদের গতিবিধির খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই মত হামলার আগের দিন ভোররাত থেকেই শুরু হয়েছিল তল্লাশি। বারাগামে তল্লাশি চলাকালীনই নিরাপত্তা বাহিনীদের নিশানা করে পিছন থেকে হামলা চালায় জঙ্গিরা। গুলির শব্দ শোনা মাত্রাই পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়াও চলতি মাসের শুরুতেই পুলওয়ামায় এনকাউন্টারে জঙ্গি নিকেশের ঘটনা ঘটে।
এই জঙ্গি হামলার দিন তিনেকের মধ্যেই উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেয়েছিল সেনা। দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছিল ২ জঙ্গি। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলেছিল এই অভিযান। পুলিশ-সেনার যৌথবাহিনী এলাকায় পৌঁছতেই গোপন ডেরা থেকে লুকিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। জঙ্গি-নিরাপত্তাবাহিনী বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষমেশ যৌথবাহিনীর গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়। এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সেই সময় অনুমান করেছিল সেনার। তাদের খোঁজে এলাকায় চলেছিল জারি চিরুনি তল্লাশি।
সাম্প্রতিক সময়ে উপত্যকা জুড়ে জঙ্গি নাশকতা বেড়ে চলেছে। তবে তাদের দমনেও তৎপরতা জারি রেখেছে নিরাপত্তাবাহিনী। চলতি মাসে দিনে জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সেনার গুলিতে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগেই সেনার গুলিতে পুলওয়ামায় হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ জঙ্গি ফিরোজ আহমেদ দার নিহত হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন