Advertisment

গ্যাস মহার্ঘ! সরকারি বাড়িতে উনুন চেয়ে চিঠি কংগ্রেস বিধায়কের

Uttar Pradesh: তিনি বলেছেন, ‘মাসে দুই বার সিলিন্ডার পাল্টাতে ৯৭৫ টাকা বেরিয়ে যাচ্ছে। সেখানে উনুনে রান্না করলে ৪৭৫ টাকায় হয়ে যাবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
LPG Price Hike

মহার্ঘ রান্নার গ্যাসের দাম

Uttar Pradesh: রান্নার গ্যাসের চেয়ে কাঠের দাম কম। তাই আমাদের বরং উনুনের ব্যবস্থা করে দিন। এলপিজির দামে গলদঘর্ম হয়ে সরকারি আবাসনের কতৃপক্ষের কাছে এই দাবি করলেন কংগ্রেস বিধায়ক। উত্তর প্রদেশ বিধান পরিষদের ওই বিধায়ক দীপক সিং আবাসন কতৃপক্ষকে লেখা চিঠিতে বলেছেন, ‘২০২৪-এর আগে গ্যাসের দামে কমার কোনও সম্ভাবনা নেই। তাই আমার জন্য বরাদ্দ ফ্ল্যাট এবং ডালিয়াবাগের এই আবাসনের অন্য তিনটি ব্লকের প্রতি ফ্ল্যাটের জন্য উনুনের ব্যবস্থা করে দিন। কারণ এলপিজির চেয়ে কাঠ-কয়লার দাম কম।‘

Advertisment

তিনি বলেছেন, ‘মাসে দুই বার সিলিন্ডার পাল্টাতে ৯৭৫ টাকা বেরিয়ে যাচ্ছে। সেখানে উনুনে রান্না করলে ৪৭৫ টাকায় হয়ে যাবে। তাই এই আবাসনে বাস করা অধিকাংশ বিধায়ক চান উনুনে রান্না হোক।‘

এ প্রসঙ্গে উল্লেখ্য, লখনউ শহরে ভর্তুকিহীন একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯০০ টাকা। এদিকে, শুধু রান্নার গ্যাস নয়, পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এই মূল্যবৃদ্ধি নিয়ে সরব কংগ্রেস। অবিলম্বে কেন্দ্রীয় করের কিছুটা লাঘব করে মুল্যহ্রাসের পক্ষেই সওয়াল করেছে তারা।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামে, পড়তে থাকুন

Fuel Price MLC Coke Wood Chullah LPG Price UP Congress MLA
Advertisment