N-E Delhi Riots 2020: ২০২০ দিল্লি দাঙ্গায় এক মুসলিম ব্যক্তিকে খুনের অভিযোগে চার্জ গঠন। দিল্লির এক আদালত মঙ্গলবার ৭ অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় চার্জ গঠন করেছে। ঘটনার দিন মৃত ব্যক্তি মিষ্টি কিনে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁর ওপর হামলা হয়। পুলিশি তদন্তে এই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, বিচারক বিনোদ যাদব ৭ অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির ১৪৩ (বেআইনি জমায়েত), ১৪৭ (দাঙ্গা), ১৪৮ (সশস্ত্র অবস্থায় দাঙ্গা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৩০২ (খুন) ধারায় চার্জ গঠন করেন। জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন আমন কাশ্যপ, অরুণ কুমার, আশিস, দেবেন্দর কুমার, প্রদীপ রাই, কৃষ্ণকান্ত ধিমান এবং রাহুল ভরদ্বাজ।
এদিন চার্জ গঠনের সময় বিচারক বলেন, ‘মামলায় সরকারি আইনজীবী অভিযুক্তদের বিরুদ্ধে কয়েকটি ধারায় অপরাধ প্রমাণে সমর্থ হয়নি। সরকারি নির্দেশ অমান্য, ৫০ টাকা পর্যন্ত সরকারি সম্পত্তিহানি, আগুন লাগিয়ে বাড়ি নষ্ট এবং সরকারি সম্পত্তিহানির মতো ধারায় অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছেন সরকারি আইনজীবী।‘
আদালতে দাখিল চার্জশিটে পুলিশ বলেছে, বাবার সঙ্গে দেখা করে মৃত ব্যক্তি মিষ্টি কিনে বাড়ি ফিরছিলেন। যমুনা বাসস্ট্যান্ডে এসে তিনি দেখতে পান দাঙ্গা শুরু হয়েছে। এরপর কয়েকজন লাঠি-পাথর হাতে তাঁকে আক্রমণ করেন। মুসলিম পরিচয় জেনে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন