New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/tharur-1.jpg)
সুনন্দা পুষ্কর মৃত্যুরহস্যে রায়দান আগামি ২৯ এপ্রিল ঘোষণা করবে দিল্লির এক আদালত। এই মামলায় অন্যতম অভিযুক্ত কংগ্রেস সাংসদ শশী থারুর। এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারায় চার্জ গঠন করতে আদালতকে আবেদন করেছিলেন সরকারি পক্ষের আইনজীবী।
Advertisment
যদিও এই ঘটনায় থারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার ধারায় চার্জ গঠন হয়েছে।
২০১৪ -র জানুয়ারির সেই ঘটনায় দিল্লির এক হোটেল থেকে সুনন্দা পুষ্করের দেহ উদ্ধার হয়েছিল। কংগ্রেস সাংসদের সরকারি বাংলো সংস্কারের জন্য এই হাইপ্রোফাইল দম্পতি সেই হোটেলে থাকছিলেন।
Advertisment
শুনানির সময় থারুর আবেদন করেছিলেন, এই মামলার অভিযুক্ত হিসেবে রেহাই দেওয়া হোক তাঁকে। কারণ এই মৃত্যুরহস্যের তদন্তে একাধিক সংস্থা জড়িত। কেউই মৃত্যুর প্রত্যক্ষ কারণ নিশ্চিত করেনি।
A Delhi Court will pronounce verdict on Sunanda death case on April 28, National: