/indian-express-bangla/media/media_files/2025/01/25/IfsYs718eixCblFJMnk6.jpg)
কর্তব্যপথে কুচকাওয়াজে দেখা যাবে বাবা-ছেলের জুটিকে! ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সবচেয়ে বড় চমক! Photograph: (ফাইল ছবি)
Republic Day Parade 2025: কর্তব্যপথে কুচকাওয়াজে দেখা যাবে বাবা-ছেলের জুটিকে! ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সবচেয়ে বড় চমক!
প্রতি বছর ২৬শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এই সময়, সশস্ত্র বাহিনীর জওয়ানরা দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনী অস্ত্র প্রদর্শন করে। চলতি বছর দেশ জুড়ে পালিত হবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এমন পরিস্থিতিতে, এবারের প্রজাতন্ত্র দিবসে 'প্রলয়' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সঞ্জয় ব্যাটল ফিল্ড সার্ভিল্যান্স সিস্টেম সবকিছুই খুবই কুচকাওয়াজকে আরও বিশেষ করে তুলবে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তবে, এত কিছুর পরেও, আরও একটি বিষয় সামনে এসেছে যে ঘটনা সমগ্র দেশের মানুষকে অনুপ্রেরণা জোগাবে । আসলে, ভারতীয় সেনাবাহিনীর দিল্লি অঞ্চলের জিওসি লেফটেন্যান্ট জেনারেল ভাবনীশ কুমার এবং তার ছেলে লেফটেন্যান্ট আহান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্যের পথে কুচকাওয়াজের নেতৃত্ব দিতে চলেছেন। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাবা-ছেলে দুজনকেই একসঙ্গে এভাবে কমান্ড দিতে দেখা যাবে।
লেফটেন্যান্ট জেনারেল ভাবনীশ কুমার একজন সম্মানিত কর্মকর্তা যিনি প্যারাসুট ব্যাটালিয়নের তৃতীয় রেজিমেন্টে কমিশন লাভ করেছিলেন তার ছেলে লেফটেন্যান্ট আহান বাবার আদর্শে অনুপ্রাণিত। ছোটবেলা থেকেই সে তার দাদুর গল্প শুনে বড় হয়েছে । ভাবনীশ কুমারের বাবাও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
One of the rare event of having Father and Son Duo at #Karatvyapath for #RepublicDayParade2025. Meet Lt Gen Bhawnish Kumar, GoC, Delhi Area & Lt Ahan Kumar, Contingent Commander ,61 Cavalry. Living the finest traditions of #IndianArmy. 🇮🇳 pic.twitter.com/UZTtVazhjM
— Manish Prasad (@manishindiatv) January 24, 2025
আমরা আপনাকে বলি যে লেফটেন্যান্ট আহান ২০২৩ সালে ৬৯তম সশস্ত্র রেজিমেন্টে যোগদান করেন এবং বর্তমানে তিনি ৬১তম অশ্বারোহী বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে কর্তব্যপথে কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন।
২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ
কর্তব্য পথে অনুষ্ঠিত হবে। পনেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাদের ট্যাবলো উপস্থাপন করবে।