Mysuru: মন্দির ভাঙার প্রতিবাদে মাইসুরুতে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ চলছিল। সেই খবর করতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় এক উর্দু সংবাদ পত্রের সাংবাদিক। তাঁকে মারধরের অভিযোগ স্থানীয় থানায় দায়ের করেছেন সাংবাদিক সফদার কাইজার। মাইসুরুর ডিসিপি (আইনশৃঙ্খলা) অভিযোগের গুরত্ব বিচার করে তদন্ত শুরু করেছেন। তিনি কথা বলেছেন ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকদের সঙ্গেও। এমনটাই পুলিশ সুত্রে খবর।
জানা গিয়েছে, মাইসুরু নর্থ গেটের সামনে হিন্দু জাগরণ ভেদিক সংগঠন বিক্ষোভ দেখাচ্ছিল। ওই প্যালেসের নর্থ গেটের মন্দির এবং হুচগানি গ্রামের শিবমন্দির ভাঙার প্রতিবাদ করে বিক্ষোভ দেখাচ্ছিল ওই সংগঠন। তখনই সফদার সংগঠনের সাধারণ সম্পাদক জগদীশ কারনাথের বক্তব্য রেকর্ডিং করছিলেন। সেটা সংগঠনের কয়েকজনের চোখে পড়তে তাঁরা এগিয়ে এসে হেনস্থা শুরু করেন। সেই রেকর্ডিং মুছে ফেলতেও বারবার হুমকি দেন।
এরপরেই পরিস্থিতি আয়ত্বে আনতে মোতায়েন পুলিশ ওই সাংবাদিককে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। সেখানে গিয়েও সফদারকে মারতে লাঠি উঁচিয়ে তেড়ে আসেন অভিযুক্তরা। এমনটাই স্থানীয় থানা সুত্রে খবর।
এদিকে, ইন্ডিয়ান একপ্রেসকে ওই সাংবাদিক বলেন, ‘আমার দিকে এগিয়ে এসে ওরা পরিচয় পত্র দেখতে চায়। আমি পাল্টা প্রশ্ন করি শুধু আমার পরিচয় পত্র কেন পরীক্ষা হবে? এতেই ওরা কোনও জবাব না দিয়ে মারধর শুরু করেন।‘ অপরদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে মাইসুরু জেলা সাংবাদিক সংগঠন। তারা রীতিমতো চিঠি লিখে পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। পাশাপাশি এই ধরনের প্রতিবাদ চলাকালীন সাংবাদিকদের আরও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন