A Multi-Storeyed Fire in Durgapur City in West Bengal: বাগরি মার্কেটের বিধ্বংসী আগুন সবে নিভেছে। প্রায় সাড়ে চার দিন ধরে সেই ভয়াবহ আগুনের স্মৃতি টাটকা থাকতে থাকতেই আবারও এ রাজ্যে আগুন আতঙ্ক। এবার শহর কলকাতা নয়, রাজ্যের আরেক শহর দুর্গাপুরের এক বহুতলে আগুন লাগল। দুর্গাপুরে সিটি সেন্টার এলাকার একটি বহুতলে এদিন আগুন লাগে বলে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই বহুতলে একটি খাবারের দোকান থেকে আগুন লাগে। শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজে রয়েছে দমকল বাহিনী।
সূত্র মারফৎ জানা গিয়েছে, দুর্গাপুরে সিটি সেন্টার এলাকার ওই বহুতলে একটি খাবারের দোকানের সার্ভার রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে। বহুতলের নীচে রয়েছে ওই খাবারের দোকানটি। দোকানের নীচে সার্ভার রুমে এসি মেশিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বলে জানা গিয়েছে। শেষ খবর অনুযায়ী, প্রচুর ধোঁয়ার জেরে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
আরও পড়ুন, বাগরি মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ে কি অন্তর্ঘাতের আশঙ্কা সরকারের?
এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার ওই বহুতলের যে দোকানের সার্ভার রুম থেকে আগুন লেগেছে, ওই দোকানের উপরের তলায় একটি সংস্থার অফিস রয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, সকালে ওই দোকানে অগ্নিকাণ্ডের জেরে ওই সংস্থার অফিসের এক কর্মী আটকে পড়েছিলেন। ওই কর্মী রাতে সংস্থার অফিসে ছিলেন বলে খবর।
পুজোর মুখে একের পর এক অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে। কলকাতার বাগরি মার্কেটের ভয়াবহ আগুনের টাটকা স্মৃতিতে সে শহরের এদিনের অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন দুর্গাপুরবাসী।