সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য নজির গড়লেন চেন্নাইয়ের এক মুসলিম উদ্যোগপতি। রামমন্দির নির্মাণে স্বেচ্ছায় এক লক্ষ টাকা দান করলেন ডবলুএস হাবিব নামে ওই উদ্যাগপতি। কেন্দ্রীয় সরকার গঠিত শ্রী রাম জন্মভুমি তীর্থ ক্ষেত্র ব্যানারে দেশব্যাপী অনুদান সংগ্রহের কাজ চলছে। কোথাও বিশ্ব হিন্দু পরিষদ, কোথাও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ এই অনুদান সংগ্রহে উদ্যোগ নিয়েছে। তাঁদের সঙ্গে থাকছেন শ্রী রাম জন্মভুমি তীর্থক্ষেত্রের স্বেছাসেবকরা। সেই অনুদান সংগ্রহের কর্মসূচির অংশ হিসেবে তামিলনাড়ুর হিন্দু মুন্নানির সদস্যরা এদিন ডবলুএস হাবিবের দ্বারে গেলে তিনি ১ লক্ষ ৮ টাকার চেক তুলে দেন স্বেচ্ছাসেবকদের হাতে।
পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী হাবিব সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান সেই বিশ্বাস থেকেই আমি এই অনুদান দিলাম। হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতি বজায় রাখাই আমার উদ্দেশ্য।‘ তাঁর আক্ষেপ, ‘কিছু জায়গায় মুসলিমদের হিন্দু-বিরোধী বা ভারত-বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে। এটা দেখে আমি ব্যথিত।‘
তবে অন্য কোনও মন্দির নির্মাণ হলে তিনি এই অনুদান দিতেন না। এটাও স্পষ্ট করেছেন ওই উদ্যাগপতি। তাঁর মতে, ‘রাম মন্দির জমি সমস্যার সমাধান হওয়ায় আমি খুশি। তাই মহৎ কর্মে অনুদানে কোনও ভুল নেই।‘
এদিকে হিন্দু মুন্নানির দাবি, ‘অনুদান সংগ্রহের প্রচার জোরদার করতে আমরা রোড শোয়ের আয়োজন করেছি।‘ সেই সংগঠন জানিয়েছে, চেন্নাই শহরে আমরা যখন এই অনুদান কর্মসূচি আয়োজন করি, তখন ভিড়ের মধ্যে থেকে সেই ব্যক্তি এগিয়ে এসে এক লক্ষ টাকা স্বেচ্ছায় অনুদান দেন। সেই দৃশ্য দেখে উৎফুল্লে অভিবাদন জানান রাম ভক্তরা। আরএসএসের এই শাখা সংগঠনের আরও দাবি, ‘সমাজের শুধু বিত্তশালীরা নয় মুচি, দিন মজুরদের মতো নিম্নবিত্তের মানুষরাও সাধ্যমতো স্বেচ্ছায় অনুদান দিচ্ছেন।‘
রাম জন্মভুমি তীর্থ ক্ষেত্রের ব্যানারে ১০, ১০০ আর ১০০০ টাকার কুপন তৈরি হয়েছে। সেই কুপন কেটেই চলছে অনুদান সংগ্রহ। এমনটাই জানান তামিলনাড়ু বিএইচপির সম্পাদক এস শ্রীনিবাসন।