Assam: পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগ। অসমে এক পদ্ম পুরস্কার প্রাপকের বিরুদ্ধে পকসো আইনে মামলা। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ এই মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, পকসো আইনের পাশাপাশি আইপিসির ধারা যুক্ত হয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। বিচারাধীন বিষয় বলে মন্তব্য এড়িয়ে গিয়েছে তদন্তকারী দল।
যদিও গুয়াহাটি হাইকোর্ট থেকে অগ্রিম জামিন পেয়েছেন অভিযুক্ত। ৭ জানুয়ারি এই মামলার কেস ডায়রি তলব করেছে আদালত। জামিন মঞ্জুর করে বিচারপতি অরুণ দেব চৌধুরী বলেছেন, ‘অভিযোগের গুরত্ব রয়েছে। কিন্তু জামিনের আবেদনকারীর দাবি তাঁর ভাবমূর্তি নষ্ট এবং অপমান করতে তড়িঘড়ি এফআইআর দায়ের করা হয়েছে। যদিও জেলা শিশু কল্যাণ কমিটি বিরুদ্ধমত প্রকাশ করেছে।‘
২৮ ডিসেম্বরের শুনানিতে বিচারপতি আরও বলেছেন, ‘এফআইআরে নিগৃহীত কিশোরীর কোনও বয়ান নেই। অভিযুক্তকে আপাতত ন্যায় দিতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। ৭ দিনের মধ্যে তাঁকে পুলিশের কাছে হাজিরা দিতে হবে।‘
যদিও পুলিশ বলেছে, ‘নিগৃহীতা কিশোরী এগিয়ে এসে জবানবন্দি দিয়েছে।‘ এফআইআরে উল্লেখ, ‘নিগৃহীতা এক শিশু আবাসের আবাসিক। পালিত পিতার তত্বাবধানে থাকাকালীন তাকে ধর্ষণ করা হয়েছে। এক বছরের চুক্তিতে অভিযুক্তকে সেই কিশোরীর দায়িত্ব দিয়েছিল জেলা প্রশাসন। এই এক বছরে পালিতপিতার ভূমিকা দেখে চুক্তি নবীকরণের পক্ষেই জোর দেওয়া হয়েছিল।‘ জানা গিয়েছে আপাতত পুলিশি ব্যবস্থায় জেলার এক শিশু হোমে ঠাই হয়েছে সেই কিশোরীর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন