Advertisment

পুরনো কারখানার একাংশ ভেঙে লুধিয়ানায় মৃত এক শ্রমিক, আশঙ্কাজনক ২

উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ৫ জন সিটি সিভিল হাসপাতাল আর ৫ জন অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উদ্ধারকাজে ব্যস্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুরনো কারখানার একাংশ ভেঙে লুধিয়ানায় মৃত এক শ্রমিক। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শহরের মুকুন্দ নগরের ডাবা রোডে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ধংসস্তুপের নীচে আটক ৪ জনের উদ্ধারে নেমেছে কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার সময় মোট ৩৬ জনকে উদ্ধার করা হয়েছিল। যাঁদের মধ্যে একজনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন লুধিয়ানার ডেপুটি কমিশনার বারিন্দর শর্মা।

Advertisment

উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ৫ জন সিটি সিভিল হাসপাতাল আর ৫ জন অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন। জেলাশাসক এবং সিপি ঘটনাস্থলে উদ্ধারকার্য পর্যবেক্ষণে রয়েছেন। এমনটাই লুধিয়ানা পুলিশ সুত্রে খবর। বারিন্দর শর্মা বলেছেন, ‘কারখানার মালিক পুরসভার অনুমতি ছাড়াই বেআইনি নির্মাণ করছিলেন। সেটাই এদিন ধসে পড়েছে।‘

NDRF CP Ludhiana Building Collapse Civil Hospital
Advertisment