UP Road Accident: গভীর রাতে উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছে ১৮ জনের। গুরুতর আহত ১৯ জন চিকিৎসাধীন। জানা গিয়েছে, বারাবাঁকির রাম সানেহি ঘাট এলাকায় হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে ধাক্কা মারে ট্রাক। সেই অভিঘাতে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৩টে নাগাদ মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় প্রায় ১০০ জন যাত্রীবাহী সেই বাস। সারাতে সময় লাগবে এই কথা শুনে রাস্তায় নেমে পড়েন যাত্রীরা। কয়েকজন বাসের সামনে এবং পাশে শুয়ে বিশ্রাম নিতে শুরু করেন। সেই সময় ঘাতক ট্রাকটি পিছন থেকে এসে ধাক্কা মারে। তার অভিঘাতে বাসের তলায় চাপা পরে প্রাণহানি এবং আহত হয়েছেন অনেকে।
আহতদের জেলা হাসাপাতালে চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধারকাজ চলছে বলে জানান লখনউ জোনের এডিজি সত্য নারায়ণ সাবত। জানা গিয়েছে, হরিয়ানার হিসার থেকে বিহার আসছিল বাসটি। রাত প্রায় ৩টের কিছু পরে এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারপিছু দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা কেন্দ্রীয় অনুদান ঘোষণা করা হয়েছে।
ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘ইউপি বারাবাঁকির পথ দুর্ঘটনায় শোকবিহ্বল। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে আমার কথা হয়েছে। আহতদের চিকিৎসার সব ব্যবস্থা হয়েছে।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন