Delhi Police: মুসলিম মহিলাদের অবমাননা করে ওয়েব বা অনলাইন পেজ। এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশে দায়ের এফআইআর। গীতহাব অ্যাপ নামে ওই ওয়েব পেজে একাধিক মহিলার ছবি সম্পাদিত করে অশ্লীলতা ছড়ানো হয়েছে। এমনটাই দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানান ওই সাংবাদিক। জানা গিয়েছে, অভিযোগকারিণীর ছবিও সেই ওয়েব পেজে রয়েছে।
ছয় মাস আগেও একই অভিযোগে দিল্লি এবং নয়ডায় অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু সেই সময় কোনও গ্রেফতারির ঘটনা ঘটেনি। এমনটাই অভিযোগ সমাজকর্মীদের। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই সরে গিয়েছে সেই গীতহাব অ্যাপ। আপাতত অভিযোগকারিণী মহিলাদের তোলা স্ক্রিনশটের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। আইপিসির ৫০৯ অর্থাৎ মহিলাদের মানহানির ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্তা।
সুত্রের খবর, বিতর্কিত পোস্টগুলো যে অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল, কয়েকটি চিহ্নিত করা গিয়েছে। সেই অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশে দায়ের করা অভিযোগ পত্রে ওই সাংবাদিক লিখেছেন, ‘আজ সকালে আমি দেখতে পাই একটা ওয়েবসাইটে আমার সম্পাদিত ছবি। যে ছবি যথেষ্ট আপত্তিকর এবং কটু মন্তব্যপূর্ণ। আমি প্রায় অনলাইনে ব্যাঙ্গের শিকার হই কিন্তু এই অনলাইনে হেনস্থা বাড়াবাড়ি। এর বিরুদ্ধে অবশ্যই হেনস্থার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত।‘
তিনি অভিযোগ পত্রে আরও জুড়েছেন,’বুল্লি বাই শব্দটি যথেষ্ট অবমাননাকর। আর সেই ওয়েবসাইটের উদ্দেশ্যই মুসলিম মহিলাদের অসম্মান করা। আর ওয়েবসাইট জুড়ে শুধুই মুসলিম মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য এবং অপমানজনক বিষয়বস্তু।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন