বিএসএফ-এর গুলিতে দক্ষিণ ত্রিপুরায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। দুটি গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে গুলি চালিয়েছে বিএসএফ। এমনটাই অভিযোগ। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে জশিম মিয়াঁ নামে ওই যুবকের মৃত্যু হয়েছে দক্ষিণ ত্রিপুরার দেবীপুর গ্রামে। এই গ্রাম ইন্দো-বাংলা সীমান্তের বেলোনিয়া মহকুমার অন্তর্গত। মৃতের বাবা খালেক মিয়াঁর অভিযোগ, ‘আমাকে সোমবার সকালে সীমান্ত রক্ষী বাহিনীর কয়েকজন হেনস্থা করলে ছেলে ছুটে আসে, তখন বিনা প্ররোচনায় গুলি চালায় বিএসএফ।’ গুলিবিদ্ধ অবস্থায় জশিমকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
যদিও পুলিশের ততফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনটাই সূত্রের খবর। বেলোনিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ আধিকারিক বলেন, ‘আমরা এখনও পর্যন্ত সঠিক কারণ জেনে উঠতে পারিনি। পুলিশ তদন্ত করছে।’
যদিও বিএসএফ সূত্রে খবর, গরু পাচার রুখতে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়লে আত্মরক্ষায় গুলি চালায় সেই বিএসএফ জওয়ান।